বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৫:২৭

নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাঙালী পোশাকে অভিজিৎ ও তার স্ত্রীর পরণে শাড়ি

নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাঙালী পোশাকে অভিজিৎ ও তার স্ত্রীর পরণে শাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : বহু প্রতীক্ষিত মুহূর্ত, নোবেল পুরস্কার গ্রহণ করলেন অভিজিৎ বিনায়ক ব্যানার্জী। বাঙালি সাক্ষী রইল সেই গর্বের মুহূর্তের। অর্থনীতিতে এবার যৌথভাবে নোবেল পেয়েছেন অভিজিৎ, তার স্ত্রী এসথার দুফলো ও মাইকেল ক্রেমার। 

মঙ্গলবার ছিল সেই নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠানে। সুইডেনে সেই নোবেলের মঞ্চে এদিন ভারতীয় পোশাকেই উপস্থিত ছিলেন অভিজিৎ ও এসথার। অভিজিতের পরণে ছিল ধুতি-পাঞ্জাবী আর এসথারের পরণে ছিল শাড়ী।

গত ১৪ অক্টোবর নোবেল কমিটি এবারের অর্থনীতির জন্য অভিজিৎ বিনায়ক ব্যানার্জী, এসথার দুফলো ও মাইকেল ক্রেমারের নাম এবার নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছিল৷

সাউথ পয়েন্ট, প্রেসিডেন্সি কলেজে এবং জেএনইউ-এর সাবেক ছাত্র অভিজিৎ বিনায়ক ব্যানার্জী৷ অভিজিতের বাবা দীপক ব্যানার্জী এবং মা নির্মলা উভয়েই অর্থনীতির অধ্যাপক। নির্মলা ব্যানার্জী ছিলেন সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্স-এর অধ্যাপিকা। অন্যদিকে, দীপক ব্যানার্জী প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে