বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ০১:১২:১৪

মিয়ানমার সেনাপ্রধানকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

মিয়ানমার সেনাপ্রধানকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যাল'ঘু সম্প্র'দায়ের মানবা'ধিকার ল'ঙ্ঘনের অভি'যোগে মিয়ানমারের সেনাপ্রধানসহ শীর্ষ চার কর্মকর্তাকে কালো তালিকাভু'ক্ত করেছে যুক্তরাষ্ট্র।মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এ চার সেনা কর্মকর্তাকে কালো তালিকাভু'ক্ত করে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

তারা হলেন- সেনাপ্রধান কমান্ডার-ইন-চিফ অব দ্য বার্মিজ মিলিটারি ফোর্সেস সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, সেনাবাহিনীর উপ প্রধান ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন, ৯৯ লাইট ইনফানট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল থান ও এবং ৩৩ লাইট ইনফানট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল অং অং।

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা জনগো'ষ্ঠীর ওপর গণহ'ত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রথম দিনের শুনা'নিতে মঙ্গলবারই অংশ নিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি।

এর আগে গত জুলাইয়ে মিয়ানমারের সেনাবাহিনীর এই কর্মকর্তাদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধা'জ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

নতুন করে যুক্তরাষ্ট্রের নেওয়া সিদ্ধান্তে এই কর্মকর্তাদের সঙ্গে কোনও ধরনের ব্যবসায়ী কার্যক্র'ম চালাতে পারবেন না আমেরিকার নাগরিকরা। যুক্তরাষ্ট্রে তাদের কোনও সম্পদ থাকলে তা জ'ব্দ করা হবে।

রয়টার্স বলছে, ওয়াশিংটন এখন পর্যন্ত মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে মঙ্গলবারের এই সিদ্ধান্ত সবচেয়ে কঠো'র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে