বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:৪৩:৫০

গত ৪০ বছর ধরেই আমার ওজন ৬২ কেজি : মাহাথির মোহাম্মদ

গত ৪০ বছর ধরেই আমার ওজন ৬২ কেজি : মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক : মাহাথির মোহাম্মদকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার স্থপতি। বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজনীতিবিদ মাহাথির বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বয়স ৯৪ বছর হলেও বার্ধ'ক্য গ্রা'স করতে পারেনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে। তার কাজে কর্মে এখনও রয়েছে তারুণ্যের ছাপ। নিজ সুস্বাস্থ্যের রহস্য সম্পর্কে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা আলোচনা করেছেন মাহাথির। তিনি জানিয়েছেন, কাজের প্রতি ভালোবাসা আর স্বাস্থ্য সচেত'নতাই তার সুস্বাস্থ্যের মূল রহ'স্য।

মাহাথির বলেন, ‘আমি হালকা কিছু ব্যায়াম করি। তবে প্রধানত আমি আমার শরীরের ওজন স্থিতিশীল রাখার চেষ্টা করি।’ মালয়েশিয়ার ক্যারি'শম্যা'টিক নেতা আরও বলেন, গত ৩০-৪০ বছর ধরেই আমার শরীরের ওজন ৬২ কেজিতে স্থিতিশীল রয়েছে। এটি কখনও বদলায়নি।’

উল্লেখ্য, ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টা'না ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। ২০০৩ সালে তিনি অবসরে যাওয়ার পর ২০১৮ সালে আবারও রাজনীতিতে ফিরে আসেন। গত বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভ করে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে