বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ০১:০৪:৩৩

‘বিজেপি নেতা-কর্মীদের বি'রু'দ্ধে ধ'র্ষণের অভি'যোগ তুলে গু'লি করে দেবে পুলিশ’

‘বিজেপি নেতা-কর্মীদের বি'রু'দ্ধে ধ'র্ষণের অভি'যোগ তুলে গু'লি করে দেবে পুলিশ’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের স'মালো'চনায় সরব বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ ভাটপাড়ায় দলীয় মিছিলে গিয়ে অর্জুন তুলো'ধ'না করলেন রাজ্য পুলিশকে।

মি'থ্যা মামলা দিয়ে এরাজ্যে বিজেপি কর্মী-সমর্থকদের ফাঁ'সা'নোর অ'ভিযোগ অর্জুন সিংয়ের। একইসঙ্গে হায়দরাবাদ পুলিশের পাশে দাঁড়ালেন বিজেপি সাংসদ৷

হায়দরাবাদ এ'নকা'উ'ন্টার প্রসঙ্গে বলতে গিয়ে অর্জুন বলেন, ‘হায়দরাবাদ পুলিশ হয়তো তথ্যপ্রমাণ পেয়েছিল, প্রমাণ পাওয়ার পরই হয়তো এ'নকা'উ'ন্টার করা হয়৷ তবে এ'নকা'উ'ন্টার নিয়ে একাধিক মতও আছে৷’ 

হায়দরাবাদের সামশাবাদে ধ'র্ষ'ণের পর পু'ড়িয়ে খু'ন করা হয় পেশায় পশু চিকিৎসক তরুণীকে৷ খু'নে অ'ভিযু'ক্ত চারজনকেই পুলিশ গ্রে'ফ'তার করে৷ গ্রে'ফ'তারের চারদিন পর চার অ'ভিযু'ক্তকে নিয়ে পুনর্নির্মাণের জন্য ঘ'ট'নাস্থলে যায় পুলিশ৷ 

পুলিশের দাবি সেই সময়ই পালাতে যায় চার অভিযুক্ত, পুলিশের উপর হা'ম'লা চালায় বলে অভিযোগ, আ'ত্মর'ক্ষার্থেই পুলিশ গু'লি চালাতে বা'ধ্য হয় বলে দাবি পুলিশের৷ এ'নকা'উ'ন্টারে খু'ন ও ধ'র্ষ'ণে অভিযুক্ত চারজনই নি'হ'ত হয়৷

হায়দরাবাদ পুলিশের ভূমিকায় নরম মনোভাব দেখালেও পশ্চিমবঙ্গের পুলিশের উপর ভ'রসা নেই অর্জুন সিংয়ের৷ তিনি বলেন ‘বাংলার পুলিশের উপর ভ'রসা নেই ৷ বিজেপি কর্মীদের বি'রু'দ্ধে মি'থ্যা মামলা দেওয়া হচ্ছে৷ মি'থ্যা ধ'র্ষ'ণের মামলা দিয়ে হয়তো একদিন গু'লি করে দেবে।’

তৃণমূল কংগ্রেস নেত্রী ও মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মদতেই এরাজ্যে বিজেপি কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ বারাকপুরের বিজেপি সাংসদের৷ বিজেপিকর্মীদের মারধর করাই মমতার একমাত্র উদ্দেশ্য বলে অভিযোগ বিজেপি নেতার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে