শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৮:২৬

উত্তর পূর্বাঞ্চল থেকে বি'ক্ষোভ ছড়াচ্ছে সারা ভারতে!

উত্তর পূর্বাঞ্চল থেকে বি'ক্ষোভ ছড়াচ্ছে সারা ভারতে!

আন্তর্জতিক ডেস্ক : উত্তর-পূর্বাঞ্চল থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ছে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বি'ক্ষোভ। শুক্রবার দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘ'র্ষে জড়িয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আট'ক করা হয়েছে ৫০ বি'ক্ষোভকারীকে। নি'ষিদ্ধ করা হয়েছে বড় ধরণের জমায়েত। এছাড়া সন্ধ্যায় পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি রেলস্টেশনে আগু'ন ধ'রিয়ে দিয়েছে বি'ক্ষোভকারীরা। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘ'র্ষে জড়ায় বিক্ষো'ভকারীরা

মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নি'পীড়নের মুখে ভারতে পা'লিয়ে যাওয়া সং'খ্যালঘুদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। সংশোধিত আইনের বিরুদ্ধে বি'ক্ষোভে উত্তা'ল হয়ে উঠেছে দেশটির উত্তর-পূর্বাঞ্চল। আসামসহ ত্রিপুরা ও মেঘালয়ে শরণার্থীদের অবৈধ অভিবাসীর স্বীকৃতি বাতিল ও এই অঞ্চলকে ওই আইনের আওতামুক্ত করার দাবিতে বি'ক্ষোভ করছে তারা। এসব অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কা'রফিউ জারিসহ বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ও এসএমএস সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের ওই বি'ক্ষোভের জো'য়ার শুক্রবার দিল্লিতেও দেখা যায়। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ওই সংশোধিত আইনের প্রতিবাদে পার্লামেন্ট অভিমুখে রওনা দেয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগের মু'হূর্তে তাদের ওপর লা'ঠিপে'টা ও টিয়ারগ্যাস ছো'ড়ে পুলিশ। বি'ক্ষোভের খবর সংগ্রহের সময় আক্রা'ন্ত হয় অনেক সাংবাদিকও। বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বা'ধা দেয়। আমাদের ঠে'কাতে তারা লা'ঠিচা'র্জ করে’। তবে ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তার দাবি বি'ক্ষোভকারীরাই প্রথমে তাদের ওপর হা'মলা করে। বি'ক্ষোভকারীরা সংশোধিত ওই আইনকে বৈ'ষম্যমূলক ও অসাংবিধানিক আখ্যা দিয়েছে।

এদিকে পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা রেলস্টেশনে আ'গুন দিয়েছে বি'ক্ষোভ'কারীরা। শুক্রবার সন্ধ্যায ওই বি'ক্ষোভের সময় রেলওয়ে পুলিশ বাহিনীর সদস্যদের ওপর হা'মলার ঘটনাও ঘটেছে। এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, বি'ক্ষোভকারীরা হঠাৎ করে স্টেশন কমপ্লেক্সে ঢুকে পড়ে প্লাটফর্ম, দুই-তিনটি ভবন ও রেলওয়ে কার্যালয়ে আ'গুন ধরিয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা তাদের থামাতে গেলে তাদের ওপরেও হা'মলা হয়েছে। এছাড়া হাওড়া জেলার উলুবেরিয়া রেলওয়ে স্টেশনের লাইন অ'বরোধ করে বি'ক্ষোভকারীরা।

রাজ্যের রাজধানী কলকাতাতেও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বি'ক্ষোভ হয়েছে। পার্ক সার্কাসের কাছে কয়েক ঘণ্টা রাস্তা অবরোধ করে বি'ক্ষোভকারীরা। এছাড়া বিমানবন্দরের কাছেও বি'ক্ষোভ হয়েছে। পূর্ব মেদিনিপুরে বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর গাড়িতে হা'মলা চালিয়েছে বি'ক্ষোভকারীরা। পরে পুলিশ গিয়ে তাকে উ'দ্ধার করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে