শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ০২:১৬:৫৬

এবার ভারতের নাগরিকত্ব সংশোধন আইন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দেব

এবার ভারতের নাগরিকত্ব সংশোধন আইন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দেব

আন্তর্জতিক ডেস্ক : প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ নাগরিকত্ব সংশোধনী বিলে স্বাক্ষর করার পর এই বিল এখন আইনে পরিণত হয়েছে ভারতে। কিন্তু এর বিরুদ্ধে দেশটির বিভিন্ন স্থানে ও রাজ্যে প্রতিবাদ বি'ক্ষোভ অব্যাহত রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার দেব মুখার্জী। 

শুক্রবার তিনি এই আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন সরকারের প্রশাসনিক সাবেক দু’জন কর্মকর্তা। তারা হলেন সোম সুন্দর বড়–য়া ও অমিতাভ পান্ডে। ওদিকে নাগরিকত্ব সংশোধন আইন বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়েছেন ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ৫টি রাজ্য হলো পশ্চিমবঙ্গ, কেরালা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। তাদের এই অস্বীকৃতি নিয়ে তীব্র বিতর্ক হচ্ছে ভারতে।

বার্তা সংস্থা এএনআই নিউজ বলছে, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন দেব মুখার্জী। এই আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে নির্যাতিত সংখ্যালঘু অর্থাৎ অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত। আবেদনে দেব মুখার্জী বলেছেন, ধর্ম ও জাতীয়তার ভিত্তিতে এই আইনে শরণার্থীদের আলাদা করে ভারতের নাগরিকত্ব দেয়া হচ্ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে