রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:৩১:১২

বাস-ট্রেন জ্বা'লিয়ে মানুষের ক্ষ'তি করছেন, এটা হিন্দু-মুসলিমের ল'ড়া'ই নয় : ফিরহাদ হাকিম

বাস-ট্রেন জ্বা'লিয়ে মানুষের ক্ষ'তি করছেন, এটা হিন্দু-মুসলিমের ল'ড়া'ই নয় : ফিরহাদ হাকিম

আন্তর্জাতিক ডেস্ক : ট্রেন-বাস জ্বা'লিয়ে, ভা'ঙ'চুর করে নাগরিকত্ব সং'শো'ধ'নী আ'ইনের বি'রো'ধিতায় বি'ক্ষো'ভ চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বি'ক্ষো'ভে বিজেপির হাত রয়েছে বলে ই'ঙ্গি'ত দিলেন ফিরহাদ হাকিম। 

তার বার্তা, অ'রা'জক'তা করে বাংলায় বিজেপির হাত শ'ক্ত করবেন না। পথ অ'বরো'ধ করে, বাস জ্বা'লি'য়ে বাংলার মানুষের ক্ষ'তি হচ্ছে। ফিরহাদ বলেন, ''এটা হিন্দু মুসলিমের ল'ড়া'ই নয়। একটা সম্প্রদায়কে অ'রা'জক'তা করতে চা'গা'ড় দেওয়া হচ্ছে। বিজেপির হাত শ'ক্ত করছেন আপনারা। বাংলায় এনআরসি করতে দেব না বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নাগরিকত্ব সং'শো'ধ'নী আইনও কা'র্যক'র হবে না। তাহলে বাংলার মানুষের অ'সু'বি'ধা কেন করব?''

ফিরহাদের স'ত'র্কবা'ণী, আপনাদের এসব কাজকর্মের ফলে ৭০ শতাংশ মানুষ অমিত শাহের পক্ষে হয়ে যাবে। রাজ্যে বিজেপি এসে গেলে মাথা নীচু করে থাকতে হবে। তখন আর রাস্তায় কেউ নামবে না। মমতার আন্দোলনে সামিল হোন। বাংলার ক্ষ'তি হচ্ছে। দিল্লির অমিত শাহ হাসছেন।

বাংলায় রাষ্ট্রপতি জারির সম্ভাবনা উ'স্কে দিয়েছে বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা। বলেছেন, "আমরা নির্বাচিত সরকারকে ফেলতে চাই না। কিন্তু এই অ'গ্নিগ'র্ভ অবস্থা যদি আর কয়েকদিন চলে, তবে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই। ২০২০ শুরুতেই বিদায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।"

দু'ষ্কৃ'তীদের বি'রু'দ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন রাজ্যপাল। তার কথায়,' 'যারা বি'শৃ'ঙ্খ'লা করছে তাদের ধরুন, অ'পরা'ধীদের চি'হ্নি'ত করুন। সরকারকে আরও স'ক্রি'য় হতে হবে। রাজনীতি করবেন না।''

মুখ্যমন্ত্রী মমতা ইতিমধ্যেই বার্তা দিয়েছেন, "গণতান্ত্রিক পথে আ'ন্দো'লন করুন। কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অ'বরো'ধ, রেল অ'বরো'ধ করবেন না। সাধারণ মানুষের ভো'গা'ন্তি ব'রদা'স্ত করা হবে না। যারা গ'ন্ডগো'ল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে