রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫৬:২৪

নাগরিকত্ব আইন নিয়ে অশান্তির জেরে পশ্চিমবঙ্গে বন্ধ ইন্টারনেট পরিষেবা

নাগরিকত্ব আইন নিয়ে অশান্তির জেরে পশ্চিমবঙ্গে বন্ধ ইন্টারনেট পরিষেবা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার দুপুরের পর থেকে উ'ত্ত'প্ত পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গা। শনিবারের পর রবিবারও কোথাও রেল অ'বরো'ধ, কোথাও রাস্তা আ'টকে বি'ক্ষো'ভ দেখাচ্ছে বি'ক্ষো'ভকারীরা। 

বা'ধ্য হয়েই প'দক্ষে'প নিল রাজ্য সরকার। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, রবিবার রাজ্যের ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা ব'ন্ধ করল রাজ্য সরকার। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, রাজ্যের যে ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বা'তি'ল করা হল সেগুলি হল উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ২৪ পরগনার বারাসত ও বসিরহাট মহকুমা। 

এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমাতেই ব'ন্ধ হল ইন্টারনেট পরিষেবা। রাজ্য প্রশাসনের তরফে বারবার আবেদন জানানো হলেও কয়েকটি ধর্মীয় সংগঠন বিভিন্ন জায়গায় জ'মায়ে'ত ও হা'ঙ্গা'মা বা'ধানোর চে'ষ্টা করছে। তাই আপাতত শান্তি ও সাধারণ মানুষের স্বার্থে বা'তি'ল করা হল ইন্টারনেট পরিষেবা।

নাগরিকত্ব আইনের প্র'তিবা'দে রবিবারও বি'ক্ষো'ভে তেতে উঠল রাজ্যের বিভিন্ন জায়গা। গতকাল দিন ভর বি'ক্ষো'ভের পর এ দিন সকাল হতেই বি'ক্ষো'ভ শুরু হয়। দফায় দফায় সড়ক ও রেল অ'বরো'ধ শুরু হয়। 

আনন্দবাজারের খবর অনুযায়ী, শনিবার দিনভর বিক্ষোভের পর এ দিন সকালেও তে'তে ওঠে উত্তর ২৪ পরগনার খড়দা, আমডাঙা এবং দেগঙ্গা। আমডাঙায় ধানকল মোড় অ'বরো'ধ করেন বি'ক্ষো'ভকা'রীরা। সোনাডাঙা মোড়েও অ'বরো'ধ করা হয়। ৩৫ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বা'লিয়ে, গাছের গুড়ি ফেলে অ'বরো'ধ করলে যা'নজ'ট সৃষ্টি হয়। 

টায়ার জ্বা'লিয়ে পথ অ'বরো'ধ করা হয় দেগঙ্গাতেও। ভ্যাবলায় ট্রেন অ'বরো'ধ করেন বি'ক্ষো'ভকারীরা। নলহাটি-আজিমগঞ্জ, আজিমগঞ্জ-নিউ ফরাক্কা এবং কৃষ্ণনগর-লালগোলা শাখায় এখনও ট্রেন পরিষেবা চালু হয়নি। 

হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়ের গরফা ব্রিজের কাছে টায়ার জ্বা'লিয়ে রাস্তা অ'বরো'ধ করেন বি'ক্ষো'ভকারীরা। সেখানে বেশ কয়েকটি গাড়িতে ভা'ঙচু'র চালানো হয়েছে বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। নাগরিকত্ব আইনের বি'রু'দ্ধে আ'গু'ন জ্বা'লিয়ে অ'বরো'ধ চলে বজবজ ট্যাঙ্করোড।

বি'ক্ষো'ভের কারণে বিভিন্ন বিভাগে রেল চলাচল বি'ঘ্নি'ত হচ্ছে। এতে সাধারণ মানুষই অ'সু'বিধা ভোগ করছে। এমনকি নিরাপত্তা সংক্রান্ত রেলের বিভিন্ন যন্ত্রপাতি ন'ষ্ট হওয়ার কারণে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করা যাচ্ছে না। এতে সাধারণ মানুষ অ'সু'বি'ধা ভোগ করছেন। শান্তি বজায় রাখতে আহ্বান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে