শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০, ০৫:২৯:২০

বিমান দু'র্ঘ'টনা দিয়ে সোলাইমানির ত্যা'গ খ'র্ব করা যাবে না: খামেনি

বিমান দু'র্ঘ'টনা দিয়ে সোলাইমানির ত্যা'গ খ'র্ব করা যাবে না: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক : তেহরানে ক্ষে'পণা'স্ত্র হা'মলায় ইউক্রেনের বিমান বি'ধ্ব'স্তের ঘটনাকে তি'ক্ত ট্রাজে'ডি আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার জুমার খুতবায় তিনি বলেন, কিন্তু এর মধ্য দিয়ে মার্কিন ড্রোন হা'মলায় নিহ'ত আমাদের কমান্ডার কাসেম সোলাইমানির ত্যা'গ খ'র্ব করা উচিত হবে না।

খামেনি বলেন, বিমান বি'ধ্ব'স্তের ঘটনা একটি তি'ক্ত ঘটনা, এটা আমাদের হৃদয়ের মধ্য দিয়ে ভ'স্ম হয়েছে। কিন্তু কেউ কেউ এটাকে এমনভাবে ফুটিয়ে তুলছেন যাতে মেজর জেনারেল কাসেম সোলাইমানির শাহাদত ও ত্যা'গকে ভুলে যাওয়া হয়। বিমান বি'ধ্ব'স্তের ঘটনায় আমরা যখন দুঃখ ভা'রাক্রা'ন্ত, আমাদের শ'ত্রুরা তখন সন্তুষ্ট। তাদের খুশির কারণ হলো, তারা বি'প্ল'বী গার্ডসকে নিয়ে প্রশ্ন করার মতো কিছু পেয়েছে।

সোলাইমানির প্রশংসা করে খামেনি বলেন, ইরান সীমান্ত ছাড়িয়ে তার পদক্ষেপ ছিল আমাদের জাতীয় নিরাপত্তার জন্য। শ'ত্রুর মুখোমুখি তার প্র'তিরো'ধ ও কঠো'রতার পক্ষে রয়েছে আমাদের জনগণ। সোলাইমানির ছবিকে যারা অমর্যাদা করেছেন, তারা ইরানের লোক কিনা প্রশ্ন রেখে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানি জনগণকে সমর্থনে কথা যে বলে বেড়িয়েছে, তা মিথ্যা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে