শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:৫৪:০০

ভারতের হাতে আসছে ভ'য়'ঙ্কর মিসাইল সিস্টেম

ভারতের হাতে আসছে ভ'য়'ঙ্কর মিসাইল সিস্টেম

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৫ সালের মধ্যে শ'ক্তিশালী এয়ার ডিফে'ন্স মিসাইল সিস্টে'ম হাতে পাবে ভারত, এমনটাই জানিয়েছে রাশিয়ার মুখ্য ডেপুটি চিফ রোমান বাবুশকিন। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, রাশিয়ার কাছে বিশ্বের অন্যতম ভ'য়'ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা আছে যা ভারতের প্রতির'ক্ষা ব্যবস্থায় যুক্ত করা হবে।

এয়ার টু ডিফেন্স মিসাইল হিসেবে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে রাশিয়ার এই এস-৪০০ মিসাইলের। বিশেষ করে এই মিসাইল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ, একইসঙ্গে অ'ব্য'র্থ নিশানা লাগাতেও এর জবাব নেই। ট্রাকের আকারে তৈরি লঞ্চপ্যাড থেকেই সহজে নিশানা লাগানো যায় এই মিসাইল দিয়ে। আকাশে ভাসমান শ'ত্রুপক্ষের যে কোনও যু'দ্ধবিমান, বা আগত কোনও মিসাইলকে মুহূর্তের মধ্যে ধ্বং'স করেতে স'ক্ষ'ম এই মিসাইল।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আগামী ২২ মার্চ রাশিয়া সফরে যাচ্ছেন। রাশিয়া, ভারত এবং চীনের ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে। ওই সফরের মাধ্যমেই এস-৪০০ দেশে আসার রাস্তা আরও প্রসস্থ হবে বলে মনে করছে ভারত। এর মধ্য দিয়ে রাশিয়া বাদে গোটা বিশ্বে একমাত্র ভারতের হাতে এই অত্যাধুনিক মিসাইল থাকবে বলে আশা করা হচ্ছে। সূত্র : কলকাতা ২৪।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে