শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০, ১০:২০:১৮

আমিরাতে আরব সাগর থেকে বাংলাদেশির লা'শ উ'দ্ধার

আমিরাতে আরব সাগর থেকে বাংলাদেশির লা'শ উ'দ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমা প্রদেশের ওয়াদি শামস এলাকায় এক প্রবাসী বাংলাদেশি গাড়ি উল্টে আরব সাগরে ভেসে গিয়েছিলেন। নিখোঁ'জের ছয় দিন পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে তার লা'শের স'ন্ধা'ন পাওয়া যায়। নিহ'ত ব্যক্তির নাম মো. ইদ্রিছ (৪০)। 

ইদ্রিছ রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আহমদ জলিলের পুত্র। ইদ্রিছের স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে। জানা গেছে, এক বছর আগে ইদ্রিছ জীবিকার স'ন্ধানে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। শনিবার নিজে গাড়ি চালিয়ে কাজে যাওয়ার সময় তার এক সহকর্মীও গাড়িতে ছিলেন। পথে জমে থাকা বৃষ্টির পানিতে গাড়িটি উ'ল্টে ভেসে যাচ্ছিল। 

সে সময় গাড়ি থেকে লাফিয়ে পড়েন ইদ্রিছ। অন্যজনকে স্থানীয় লোকজন উ'দ্ধা'র করেন। তবে ইদ্রিছকে র'ক্ষা করা সম্ভব হয়নি। তিনি ভেসে সাগরে চলে যান। ছয় দিন নিখোঁ'জ থাকার পর আরব সাগরের ওমান সীমান্ত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তার লাশ দেশে আনার প্র'ক্রি'য়া চলছে বলে জানান ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে