সোমবার, ২০ জানুয়ারী, ২০২০, ০৪:২৮:২০

এবার ভারতের বি'রু'দ্ধে বাণিজ্যিক 'প্রতিশো'ধ': যা বললেন ডা: মাহাথির

এবার ভারতের বি'রু'দ্ধে বাণিজ্যিক 'প্রতিশো'ধ': যা বললেন ডা: মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ভোজ্য তেলের বৃহত্তম ক্রেতা ভারত চলতি মাসে মালয়েশিয়া থেকে পরিশো'ধিত পাম তেল আমদানি নি'ষি'দ্ধ করেছে। তবে এর জবা'বে ভারতের বি'রু'দ্ধে কোন বাণিজ্যিক 'প্রতিশো'ধ' নেওয়া হবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। সোমবার সাংবাদিকদের মাহাথির বলেন, '‌ভারতের পাম তেল কেনা বয়'কটের বিষয়ে প্রতি'ক্রিয়া জানানোর জন্য মালয়েশিয়া খুবই ছোট একটি দেশ।'‌ 

তিনি জানান, প্রতিশো'ধমূলক পদক্ষেপ নেওয়ার জন্য তাদের দেশ বড় ছোট। বরং এর থেকে উত্তরণের জন্য তাদের উপায় খুঁ'জে বের করতে হবে। এর আগে মাহাথির বলেছেন, '‌ভারত মালয়েশিয়া থেকে পাম তেল কিনবে না, সে সম্পর্কে অবগত কুয়ালালামপুর।'‌ এছাড়া সেসময় মাহাথির জানিয়েছিলেন, তার দেশ আর্থিকভাবে ক্ষ'তির সম্মুখীন হলেও অন্যা'য়ের বি'রু'দ্ধে তিনি কথা বলে যাবেন। উল্লেখ্য, ভারতের নাগরিকত্ব আইন নিয়ে মাহাথির স'মালো'চনা করার জবাবে ভারত এমন পদক্ষেপ নেয়।

মালয়েশিয়া থেকে পাম তেল না কিনতে নিজের দেশের আমদানিকারকদের স'ত'র্ক করে দিয়েছে ভারত। সরকারের এমন আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে কুয়ালালামপুর থেকে পাম তেলা কেনা ব'ন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। ভারতের মুসলিম'বিদ্বে'ষী নাগরিকত্ব আইন ও কাশ্মীর ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির স'মালো'চনার পরিপ্রেক্ষিতে দিল্লি এমন উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে