বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ১২:৫৪:২৯

যুক্তরাষ্ট্রকে ছেড়ে ইরানের সঙ্গে কেন সম্পর্ক গড়ছে ওমান?

যুক্তরাষ্ট্রকে ছেড়ে ইরানের সঙ্গে কেন সম্পর্ক গড়ছে ওমান?

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শুরুতে অর্থনৈতিক অ'স্থি'রতা ও আঞ্চলিক উত্তে'জনার মধ্যেই ফের ইরান সফরে গেলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাবি। ইরানের সঙ্গে ভ্রাতৃপ্রীতিম ও কৌশলগত সম্পর্ক জো'রদার করতেই ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মঙ্গলবার এ সফর। 

এ দিন দুপুরের পর তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের ভ্রাতৃত্ব, অধিকার এবং কৌশলগত সম্পর্কের ওপর জো'র দেয়া হয়। এছাড়া বৈঠকে সর্বশেষ আঞ্চলিক বিষয়াবলী নিয়ে মতবিনিময় হয়। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র আব্বাস মুসাভি জানিয়েছেন, এটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সফর।

এর আগে শুক্রবার ভারত সফর থেকে ফেরার পথে অল্প সময়ের জন্য মাসকাট বিমানবন্দরে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এছাড়াও গত সপ্তাহে জাভেদ জারিফ নতুন সুলতান হাইথাম বিন তারিখের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর দুই সপ্তাহ আগেও ইউসুফ বিন আলাবি তেহরানের সংলাপ ফোরামে অংশগ্রহণ করতে এসেছিলেন। সূত্র : ইরনা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে