বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ০৪:৪২:৩৫

সাহস থাকলে একজন মুসলমানের সঙ্গে তর্ক করুন : অমিত শাহকে চ্যালে'ঞ্জ আসাদুদ্দিন ওয়াইসির

সাহস থাকলে একজন মুসলমানের সঙ্গে তর্ক করুন : অমিত শাহকে চ্যালে'ঞ্জ আসাদুদ্দিন ওয়াইসির

আন্তর্জাতিক ডেস্ক : ত'র্ক করতেই হলে একজন মুসলমানের সঙ্গে ত'র্ক করুন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালে'ঞ্জ ছুড়ে দিলেন মিমের নেতা আসাদুদ্দিন ওয়াইসি। মঙ্গলবার বিরো'ধীদের উদ্দেশ্যে চ্যালে'ঞ্জ ছুড়ে ছিলেন অমিত শাহ।

মমতা ব্যানার্জী, রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের মতো নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, '‌ক্ষ'মতা থাকলে সংশো'ধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরো'ধীরা আমার সঙ্গে ত'র্ক করুন'। অমিত শাহের ওই বক্তব্যকে খ'ণ্ডন করে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, '‌ওদের সঙ্গে কেন ত'র্ক করবেন?‌ আমার সঙ্গে করুন। এমন একজনের সঙ্গে ত'র্কে আসুন যার দাড়ি আছে। সংশো'ধিত নাগরিকত্ব আইন, জাতীয় জনসংখ্যা রেজিস্টার, এবং এনআরসি নিয়ে আমার সঙ্গে ত'র্কে আসুন।'‌ 

তিনি যে মুসলিমদের কথাই বলতে চেয়েছেন, এতে কোনও সন্দে'হ নেই। সংশো'ধিত নাগরিকত্ব আইন নিয়ে গোটা দেশজুড়ে প্রতিবা'দ চলছে। প্রতিবা'দে একটু হলেও ভেঙে'ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তবু ম'চকা'বেন না তিনি। মঙ্গলবার তিনি আন্দো'লনকারীদের উদ্দেশ্যে বলেছেন, যত ইচ্ছা প্রতিবাদ করুন। ভারত সরকার এই আইন ফিরিয়ে নেবে না। ‌সূত্র : আজকাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে