বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ০৫:০০:০১

দুই অভিযোগে অভিশংসনের বিচার শুরু, ১০০ সিনেটরের হাতে ট্রাম্পের ভাগ্য!

দুই অভিযোগে অভিশংসনের বিচার শুরু, ১০০ সিনেটরের হাতে ট্রাম্পের ভাগ্য!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে অভি'শং'সনের পর এবার উচ্চকক্ষ সিনেটেও অভি'শং'সনের মুখে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় ট্রাম্পের অভি'শং'সনের বিচার শুরু হয়েছে। বিচারকের ভূমিকায় থাকায় ১০০ সিনেটর ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করবেন। 

মূলত দুটি অভিযোগে ট্রাম্পের বিচার শুরু হয়েছে। অভিযোগ প্রমাণ হলে অভি'সং'শনের শি'কা'র তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বি'রু'দ্ধে দুটি অভি'যোগের প্রথমটি হচ্ছে- মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের সরকারের কাছে তাকে নভেম্বরে পুনঃনির্বাচিত হতে সাহায্য করতে সহায়তা চেয়েছেন।

দ্বিতীয় অভিযোগটি হচ্ছে, গত বছর অভি'শং'সন শুনানিতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাক্ষ্য দিতে অসম্মতি জানান ট্রাম্প। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের কাজে বাধা দেন। প্রথমত, প্রেসিডেন্ট ইউক্রেনের সরকারের কাছে তাকে নভেম্বরে পুনঃনির্বাচিত হতে সাহায্য করতে সহায়তা চাইছে।

অভিযোগ রয়েছে যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ডেমোক্রেট দলের হোয়াইট হাউসের প্রতিদ্ব'ন্দ্বী প্রার্থী জো বাইডেনের বি'রু'দ্ধে দুর্নী'তিবিরো'ধী তদ'ন্তের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যার ছেলে হান্টার ইউক্রেনের জ্বালানী ফার্ম বুরিশমার একজন বোর্ড সদস্য। এই ত'দ'ন্ত না হলে ট্রাম্প ইউক্রেনে সামরিক সহায়তা স্থ'গিত রাখার কথা বলেন।

গত বছর অভি'শং'সন শুনানিতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাক্ষ্য দিতে অসম্মতি জানান ট্রাম্প। এর মাধ্যমে ট্রাম্প কংগ্রেসকে বা'ধা দেন। গত বছরের ১৮ ডিসেম্বর মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে অভি'শং'সিত হন ট্রাম্প। তার বি'রু'দ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অ'পব্য'বহার করেছেন এবং কংগ্রেসের কাজে বা'ধার সৃষ্টি করেছেন। এই দুটি অ'ভিযো'গ আনুষ্ঠানিকভাবে ১৬ জানুয়ারি সিনেটে দাখিল করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে