বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ০৮:০১:৪৭

ইরানি ক্ষে'পণা'স্ত্র হা'মলা: আহ'ত আরও কয়েকজন মার্কিন সেনাকে চিকিৎসা

ইরানি ক্ষে'পণা'স্ত্র হা'মলা: আহ'ত আরও কয়েকজন মার্কিন সেনাকে চিকিৎসা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি ক্ষে'পণা'স্ত্র হা'মলার পর সম্ভাব্য ম'স্তি'ষ্কে ক্ষ'তের আশ'ঙ্কায় আরও কয়েকজন মার্কিন সেনাকে ইরাকের সামরিকঘাঁ'টি থেকে সরিয়ে নেয়া হয়েছে। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হা'মলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহ'ত হওয়ার প্রতিশো'ধ নিতে ক্ষে'পণা'স্ত্র হা'মলা চালায় ইরান।

এর আগে মানসিক চাপে ম'স্তিষ্কে ক্ষ'তির লক্ষণ দেখা দেয়ায় যুক্তরাষ্ট্রের ১১ সেনাকে চিকিৎসা দেয়া হয়। প্রাথমিকভাবে বলা হয়েছিল, এ হা'মলায় কোনো সেনা আহ'ত হয়নি। কিন্তু গত সপ্তাহে তাদের বেশ কয়েকজন সেনাকে চিকিৎসা দেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে কতসংখ্যক সেনাকে এ পর্যন্ত চিকিৎসা দেয়া হয়েছে, তা পরিষ্কার হওয়া সম্ভব হয়নি। কর্মকর্তারা বলছেন, সংখ্যাটা খুব বেশি হবে না।

নতুন করে আরও মার্কিন সেনাকে চিকিৎসা দেয়ার কথা নিশ্চিত করেছেন মধ্যপ্রাচ্যে দেশটির সামরিক অ'ভিযা'নের দেখভালের দায়িত্বে থাকা সেন্ট্রাল কমা'ন্ডের মুখপাত্র নেভি ক্যাপ্টেন বিল উরবান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, হা'মলার স্থলের ক্ষ'তির মূল্যায়ন ও হাসপাতালের চিকিৎসা অব্যাহ'ত রয়েছে। আরও কয়েকজন সেনাকে সম্ভাব্য আহ'ত হিসেবে চি'হ্নি'ত করা হয়েছে।

চিকিৎসার জন্য এসব সেনা সদস্যকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান। ইরানি ক্ষে'পণা'স্ত্র হা'মলায় কেউ আহ'ত হননি বলে এর আগে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনাদের হ'তাহ'তের ঘটনা এখানে খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র এ হামলার প্র'তিশো'ধ নেবে কিনা, অথবা ইরানের বি'রু'দ্ধে বড় ধরনের সং'ঘা'তে যাবে কিনা, সেই সিদ্ধান্ত নির্ণয়ে প্রভাব ফেলবে এ হ'তাহ'তের ঘটনা।

গত সপ্তাহে বিল উরবান বলেন, স'ত'র্ক'তামূলক পদক্ষেপ হিসেবে, বেশ কয়েকজন সেনাকে জার্মানি ও কুয়েতে মার্কিন স্থাপনায় নিয়ে যাওয়া হয়েছে। যখন তারা দায়িত্ব পালনে উপযুক্ত বলে মনে হবেন, তখন তাদের ইরাকে ফিরিয়ে আনা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে