শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ০২:৫১:৩৪

আমেরিকার গালে দেয়া এই থা'প্পড় ইতিহাসে স্থান করে নেবে: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

আমেরিকার গালে দেয়া এই থা'প্পড় ইতিহাসে স্থান করে নেবে: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রতির'ক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশ যেকোনো ধরনের হু'মকি মোকা'বেলার ক্ষেত্রে উন্নত অ'স্ত্র ব্যবহার করতে দৃ'ঢ়প্রতি'জ্ঞ। তিনি আজ (বৃহস্পতিবার) এক অনুষ্ঠানে একথা বলেছেন।জেনারেল হাতামি বলেন, আগ্রা'সীদের বিরু'দ্ধে সময়মতো জবা'ব দেয়ার জন্য যে ধরনের ক্ষ'মতা ও ইচ্ছাশ'ক্তি থাকা প্রয়োজন, ইরানের তা সবই আছে। তিনি বলেন, যে কোনো ধরনের হু'মকি মোকা'বেলার জন্য ইরান সেই পর্যায়ের উন্নত অ'স্ত্র ব্যবহার করবে। 

জেনারেল হাতামি বলেন, অভ্য'ন্তরীণ চাহিদার কথা মাথায় রেখেই ইরান সাম'রিক সর'ঞ্জামাদির নকশা প্রণয়ন করেছে এবং সেভাবে এসব অ'স্ত্র ও সর'ঞ্জামাদি উৎপাদন করা হয়েছে।
ইরাকে অবস্থিত আমেরিকার দুটি সাম'রিক ঘাঁ'টিতে ইরানের ইসলামি বিপ্ল'বী গা'র্ড বাহি'নী বা আইআরজিসি সম্প্রতি যে ক্ষে'পণা'স্ত্র হা'মলা চা'লিয়েছে সে সম্পর্কে প্রতির'ক্ষামন্ত্রী আমির হাতামি বলেন, এটি ছিল ইরানের পক্ষ থেকে আমেরিকার মু'খে দেয়া কঠো'র থা'প্পড়। 

তিনি বলেন, এটি ছিল যেমন সময়মতো, তেমনি উন্নত এবং নিখুঁ'ত ক্ষে'পণা'স্ত্র একেবারে সুনি'র্দিষ্ট ল'ক্ষ্যবস্তুতে আঘা'ত হে'নেছে। ইরানের পক্ষ থেকে আমেরিকার গা'লে দেয়া এই থা'প্পড় ইতিহাসে স্থান করে নেবে বলে তিনি মন্তব্য করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে