শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:৫৮:১৮

নবী-রাসুলদের দেশ থেকে বের হয়ে যাও: মার্কিন সেনাদের ইরাক

নবী-রাসুলদের দেশ থেকে বের হয়ে যাও: মার্কিন সেনাদের ইরাক

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দশকের মধ্যে এত বড় মার্কিন বিরোধী বি’ক্ষো'ভ ই’রাকে আর দেখা যায়নি। বাগদাদের অধিবাসীরা ছাড়াও ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে শিয়া, সুন্নি, কুর্দি ও আরব গোত্রগুলো এই মহা’বি’ক্ষো'ভে যোগ দিচ্ছেন।

বি’ক্ষো’ভকারীদের বেশিরভাগের হাতেই রয়েছে আল্লাহু আকবর বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ বাক্য খচিত ইরাকের জাতীয় পতাকা এবং বড় বড় ব্যানারে লেখা রয়েছে মার্কিন বিরোধী শ্লোগান।
একটি ব্যানারে লেখা ছিল: ই’রাক হচ্ছে নবী-রাসুলদের দেশ। অন্য একটিতে লেখা ছিল: জো'র করে বের করে দেয়ার আগেই বের হয়ে যাও দখ'লদার মার্কিন সেনারা।

বাগদাদের তাহরির স্কোয়ার ও মা’র্কিন দূতাবাসের সামনেও সমবেত হয়েছেন বি’ক্ষো’ভকারীরা। বি’ক্ষো’ভকারীরা শ্লো'গান দিচ্ছেন: আমেরিকা ধ্বং’স হোক, ই’সরাইল ধ্বং’স হোক। ইরাক থেকে এখনই বের হও মার্কিন সে’নারা। নো টু আমেরিকা বা মার্কিনিদের প্রতি না।

ইরাকে আজকের গ'ণবি'ক্ষোভে'র ডা'ক দিয়েছেন দেশটির প্রধান প্রধান গোত্র-প্রধান এবং তাতে সমর্থন দিয়েছেন ই’রাকের শিয়া ও সুন্নি ধর্মীয় নেতৃবৃন্দসহ প্রধান রাজনৈতিক দলগুলো।

জেনারেল সোলাইমানিকে হ’ত্যা’র পর ই’রাকের জাতীয় সংসদ সেদেশ থেকে মার্কিন ও তার মিত্র জোটের সব সেনাদের ই’রাক থেকে বে'র করে দেয়ার ঐতিহাসিক প্রস্তাব অনুমোদন করে।

ইরাকে ১৬ বছর ধরে অবস্থান করছে দখল'দার মার্কিন সে’নারা। দেশটিতে এখনও মার্কিন সেনার সংখ্যা কয়েক হাজার হবে বলে মনে করা হচ্ছে। তাই এসব মার্কিন সেনাদের ইরাক থেকে তারাতে এই বি'ক্ষো'ভের ডাক দিয়েছেন দেশটির প্রধান নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে