শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ০৭:৫১:৪৬

আমাদের তা'তাবেন না, অমিত শাহকে হুঁ'শিয়ারি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ফাইজুলের

আমাদের তা'তাবেন না, অমিত শাহকে হুঁ'শিয়ারি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ফাইজুলের

আন্তর্জাতিক ডেস্ক : এবার বিত'র্কিত মন্তব্য করে সাড়া ফেলে দিলেন সাবেক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ফাইজুল হাসান। শুক্রবার তিনি মন্তব্য করেন, 'আমি এমন একটা সম্প্রদায়ের মানুষ যেটা যে কোনও দেশের ক্ষ'তি করতে পারে।' 

বিশ্ববিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, '‌আমরা সেই সম্প্রদায়ের মানুষ যেটা যে কোনও দেশের ক্ষতি করতে পারে।'‌ কেন এমন মন্তব্য করলেন তিনি?‌ আসলে এই মন্তব্য ভারতের মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠ'গড়ায় তুলতেই করেছেন তিনি। ফাইজুল হাসান দাবি করেন, মুসলিম সম্প্রদায়কে নিশা'না করা হচ্ছে। যার ফলে দেশে সংঘর্ষ তৈরি হতে পারে। 

ফাইজুল বলেন, '‌সিএএ-এনআরসি শুধু আমাদের জন্য নয়, এটা আপনার জন্যও। কারণ আজ আপনি ক্ষ'মতায় আছেন, কাল তা থাকবে না। তখন প্রথম আপনাকে জি'জ্ঞা'সা করা হবে কাগজ দেখাতে। আপনি এখানে আসুন এবং বি'ত'র্কে অংশ নিন। আপনি যদি ধৈর্য্য দেখতে চান, তাহলে মুসলিমদের দিকে তাকান। আমরা যদি আমাদের পথে চলি তাহলে সবকিছু ধ্বং'স হয়ে যাবে।'‌

উল্লেখ্য, নাগরিকত্ব সংশো'ধিত আইন নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়ে উঠেছে। ৫ জানুয়ারি জেএনইউতে আন্দোলন হচ্ছিল। তখন রাতের অ'ন্ধকা'রে আ'ক্রমণ নামিয়ে আনা হয়েছিল। আর ২০১৯ সালের ১৫ ডিসেম্বর পুলিশ ছাত্রছাত্রীদের ওপর আ'ক্র'মণ চালিয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে।‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে