শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ১১:৪০:৩৬

২৫ জনের মৃ'ত্যুর পর পাঁচ শহর ‘অবরু'দ্ধ’ করে রাখার ঘোষণা!

২৫ জনের মৃ'ত্যুর পর পাঁচ শহর ‘অবরু'দ্ধ’ করে রাখার ঘোষণা!

আন্তর্জাতিক ডেস্ক: রহ'স্যময় করোনা ভা'ইরাসের ভ'য়ে কাঁপ'ছে চীন। ২৫ জনের মৃ'ত্যুর পর দেশটির পাঁচ শহর কার্যত ‘অবরু'দ্ধ’ করে রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এসব শহরের স্টেশনগুলোতে নামানো হয়েছে সেনা-পুলিশ। স্টেশনের প্রবেশ পথে গার্ডরেলও বসানো হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, ছ'ড়িয়ে পড়া ভাই'রাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৮৩০ জন আ'ক্রা'ন্ত হয়েছে। কর্তৃপক্ষ এ ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে থাকতে পারে এমন এক হাজার ৭২ জনকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। চীনের মধ্যাঞ্চলীয় উহান নগরীতে প্রথম এ ভাই'রাস দেখা দেয়।

সতর্কতা হিসেবে বেজিংয়ের নির্দেশ, ওই পাঁচ শহরে কোনো বিমান ওঠা-নামা করবে না। ট্রেন ছাড়বে না। বাসিন্দাদের বলা হয়েছে, খুব প্রয়োজন ছাড়া শহরের বাইরে না যেতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে