শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ১২:৩৬:৫০

ভয়ে কাঁপছে গোটা দেশ : মনে হচ্ছে যেন পৃথিবীর শেষদিন

ভয়ে কাঁপছে গোটা দেশ : মনে হচ্ছে যেন পৃথিবীর শেষদিন

আন্তর্জাতিক ডেস্ক : রহ'স্যময় করোনা ভা'ইরা'সের ভ'য়ে কাঁ'পছে গোটা দেশ। চীনের উহান নগরীতে প্রথম এ ভাই'রাস দেখা দেয়। এখনও পর্যন্ত ২৫ জনের মৃ'ত্যুর পর দেশটির পাঁচ শহর কার্যত 'অবরু'দ্ধ' করে রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এসব শহরের স্টেশনগুলোতে নামানো হয়েছে সেনা-পুলিশ। স্টেশনের প্রবেশ পথে গার্ডরেলও বসানো হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, ছড়িয়ে পড়া ভাই'রাসে মৃ'তের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৮৩০ জন আক্রান্ত হয়েছে। কর্তৃপক্ষ এ ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে থাকতে পারে এমন এক হাজার ৭২ জনকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। চীনের মধ্যাঞ্চলীয় উহান নগরীতে প্রথম এ ভাই'রাস দেখা দেয়। স'ত'র্কতা হিসেবে বেজিংয়ের নি'র্দে'শ, ওই পাঁচ শহরে কোনো বিমান ওঠা-নামা করবে না। ট্রেন ছাড়বে না। বাসিন্দাদের বলা হয়েছে, খুব প্রয়োজন ছাড়া শহরের বাইরে না যেতে।

বিশেষজ্ঞদের স'ন্দে'হ, উহান শহরের সি-ফুড ও মাছ-মাংসের বাজার থেকে করোনা ভাই'রাসটি ছড়িয়েছে। এ বাজারে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর মাংস বেআ'ইনিভাবে বিক্রি হয়। এদিকে, চীনের বাইরেও এ ভাই'রাসে আ'ক্রা'ন্তের খবর আসছে। আ'ক্রা'ন্তদের বেশির ভাগই চিন-ফেরত। সর্বশেষ খবরটি এসেছে সিঙ্গাপুর থেকে। এরপরই ভাইরাসের 'উৎস' উহান, হুয়াংগ্যাং ও ইঝৌ শহরকে 'লকডাউন' ঘোষণা করা হয়েছে।

সৌদি আরবে কর্মরত এক ভারতীয় নার্সের দেহেও করোনা ভাই'রাস মিলেছে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন খবরের সত্যতা স্বীকার করে জানান, আ'ক্রা'ন্ত নার্স জেদ্দার আসির ন্যাশনাল হাসপাতালে চিকিৎ'সাধীন। করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্তের যেন দ্রুত চিকিৎসা হয় তা নিশ্চিতের জন্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

চীনা কর্তৃপক্ষ বলছে, হুবেই প্রদেশের বন্দর-শহর উহানে এক কোটি ১০ লাখ মানুষের বাস। অনি'র্দি'ষ্টকালের জন্য ট্রেন চলাচল, বিমান পরিবহন ব'ন্ধ করে দেয়ায় আ'ত'ঙ্ক ছড়িয়েছে শহরবন্দি লোকেদের মধ্যে। গতকাল উহানে এ নিয়ে সরকারি ঘোষণার কয়েক ঘণ্টা পর একই নি'র্দে'শ আসে হুয়াংগ্যাংয়ের বাসিন্দাদের কাছেও। ৭৫ লাখ মানুষের বাস এ শহরে। গতকাল মধ্যরাতে ট্রেন-সহ সরকারি পরিবহণ ব্যবস্থা ব'ন্ধ করে দেয়া হয়। ব'ন্ধ সিনেমা হল, সাইবার কাফে, বাজার-দোকানও।

ইঝৌ শহরও একই পথে হেঁটেছে। রাতের দিকে আরও দুটি শহর 'ব'ন্দি' ঘোষণা করা হয়। ট্রেন-বিমানের পাশাপাশি ফেরি, বাস চলাচলও ব'ন্ধ। এসব শহরের স্টেশনগুলোতে নামানো হয়েছে সেনা-পুলিশ। স্টেশনের প্রবেশ পথে গার্ডরেল বসানো হয়েছে। চীনা সোশ্যাল মিডিয়া 'উইবো'তে 'শহরব'ন্দি'দের একজন লিখেছেন, 'মনে হচ্ছে যেন পৃথিবীর শেষ দিন।' তিনি লেখেন, ইতোমধ্যেই খাবারের অ'ভাব দেখা দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে