শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ১১:২৬:০৭

করো'না ভা'ইরা'সের ম'হা'মারী ঠে'কাতে মাত্র ১০ দিনেই নতুন হাসপাতাল বানাচ্ছে চীন!

করো'না ভা'ইরা'সের ম'হা'মারী ঠে'কাতে মাত্র ১০ দিনেই নতুন হাসপাতাল বানাচ্ছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক: চীনে ক'রোনা ভা'ইরা'সের সংক্র'মণে প্রা'ণ হা'রিয়েছেন ২৬ জন। অসু'স্থ হয়ে পড়েছেন শত শত মানুষ। মূলত উ'হান প্রদেশ থেকেই ছড়াচ্ছে ওই ভা'ইরা'স। আ'ক্রা'ন্তদের চিকিৎসার জন্য উ'হান সে'ন্ট্রাল সিটিতে ১০ দিনের মধ্যে নতুন হাসপাতাল বানিয়ে ফেলা হচ্ছে। তার কাজ চলছে জো'র গ'তিতে। ৩ ফেব্রুয়ারি নতুন হাসপাতালে চিকিৎসা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এক ভি'ডি'ওতে দেখা গেছে, উহান সে'ন্ট্রাল সি'টিতে হাসপাতাল নি'র্মাণে ব্যবহার করা হচ্ছে কয়েক ড'জ'ন ট্রা'ক। তার সঙ্গে রয়েছে মাটি খোঁ'ড়ার য'ন্ত্র। হাসপাতালের আয়তন হবে ২৫ হাজার বর্গকিলোমিটার। তাতে একইসঙ্গে হাজার রোগীর চিকিৎসা দেওয়া হবে।

এর আগে ২০০৩ সালে সা'র্স ভা'ইরাসের মো'কাবিলা করার জন্য বেইজিং-এর অল্প দূরে মাত্র এক সপ্তাহের মধ্যে নতুন হাসপাতাল তৈরি হয়েছিল। ২০০২-০৩ সালে ওই রোগে চীনের মূল ভূখণ্ডে মা'রা গিয়েছিলেন ৩৪৯ জন। হংকং-এ মা'রা গিয়েছিলেন ২৯৯ জন।

ইতিমধ্যে চীনের উহান-সহ মোট তিনটি শহরের প্রায় দু’কোটি মানুষকে শহর থেকে বের হতে নিষে'ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এমনিতেই এই সপ্তাহে চীনা নববর্ষ উপলক্ষে প্রচুর মানুষ ছু'টি কা'টাতে এদি'ক ও'দিক যান। কিন্তু এইবার প্রা'ণঘা'তী করো'না ভাই'রা'সের কারণে ভা'টা পড়েছে সেই আনন্দ উদযাপনেও। সূত্র : দ্য ওয়াল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে