রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ০১:১৮:২৮

যে দুই বি'ষধর প্রাণী থেকে ছড়িয়ে পড়েছে প্রাণঘা'তী করোনা ভাই'রাস!

যে দুই বি'ষধর প্রাণী থেকে ছড়িয়ে পড়েছে প্রাণঘা'তী করোনা ভাই'রাস!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব মহলে উদ্বেগ বাড়িয়ে চীনের বাইরে ক্র'মশ ছড়িয়ে পড়ছে করোনা ভাই'রাস। নিহ'তের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন এই ভাইরাসে দেশটিতে আ'ক্রা'ন্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এই পরি'স্থিতিতে সামনে এসেছে আশ্চর্যজনক এক তথ্য। চীনের দুই প্রজাতির বি'ষধর সাপ থেকেই করোনা ভাই'রাস ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন। সেই প্রতিবেদন অনুযায়ী, চীনসহ বিভিন্ন দেশে করোনা ভাই'রাস ছড়িয়ে পড়ার মূল উৎসই হচ্ছে বিষধর চীনা সাপ ক্রেইট এবং কোবরা সাপ। করোনা ভাই'রাস বাতাসে মিশে প্রাথমিকভাবে স্ত'ন্যপায়ী প্রাণী এবং পাখির শ্বা'সযন্ত্রে সং'ক্র'মণ করে। এর ফলে প্রাথমিকভাবে জ্ব'র, সর্দি, শ্বা'সক'ষ্ট উপসর্গ হিসেবে দেখা দেয়। এর আগে ২০১৯ সালে চীনের হুয়ান শহরে প্রথম করোনা ভাই'রাসের বিষয়টি সামনে আসে। যা খুবই দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে এবারের পরি'স্থিতি ভ'য়াব'হ। এই পরি'স্থিতিতে জ'রু'রি বৈঠকও করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র বিশেষ ক্ষ'ম'তাপ্রাপ্ত বিশেষ'জ্ঞদের একটি কমিটি। চীনা ভাই'রাসের বি'স্তা'রের জেরে বিশ্বে স্বাস্থ্য সং'ক্রা'ন্ত জ'রু'রি অবস্থা জা'রির মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, সে বিষয়েও শী'ঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য, গত দশকে মাত্র পাঁচবার বিশ্বজুড়ে স্বাস্থ্য জ'রু'রি অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। চীনা ভাই'রাসের বিস্তার যে উ'দ্বে'গজনক, তা স্বী'কার করে নিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব তেদ্রোস আধানম গেব্রিয়েসাস। 

উ'দ্ভূ'ত পরি'স্থিতিকে জ'টিল এবং উদ্বে'গজনক আখ্যা দিয়েছেন তিনি। বুধবার সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, 'এই বিষয়ে আমি খুবই গুরুত্ব দিয়ে দেখছি। সমস্ত তথ্যপ্রমাণ যাচাই করে পরি'স্থিতি মো'কাবে'লায় প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।' কীভাবে এই করোনা ভাই'রাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল, চীনা কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাঁধে কাঁধ মিলিয়ে তার ত'দ'ন্ত করে দেখছে বলেও জানিয়েছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে