রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ১১:৩৪:১৮

১৩ দেশে ছ'ড়িয়েছে করোনাভাই'রাস, লক্ষাধিক মানুষ আ'ক্রা'ন্ত, ৫৬ জনের মৃ'ত্যু

১৩ দেশে ছ'ড়িয়েছে করোনাভাই'রাস, লক্ষাধিক মানুষ আ'ক্রা'ন্ত, ৫৬ জনের মৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছ'ড়িয়ে পড়া করোনাভাইরা'স ইতোমধ্যে চীনসহ ১৩টি দেশ ও অঞ্চলে ছ'ড়িয়েছে। চীনের তথ্যমতে দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন ১৬১০ জন। এদের মধ্যে মৃ'ত্যু হয়েছে ৫৪ জনের। আ'ক্রান্ত'দের প্রায় সবাই উহানে বা এর কাছাকাছি স্থানে ছিলেন। তবে এক চিকিৎসাকর্মী দাবি করেছেন এ ভাইরা'সে চীনের এক লক্ষাধিক মানুষ আ'ক্রা'ন্ত হয়েছে, যার সংখ্যা গোপন করেছে চীন সরকার।

উহান শহরে প্রথম লক্ষ্মণ দেখা যাওয়ার পর এখন পর্যন্ত করোনাভাই'রাসে ৫৬ জন মা'রা গেছে এবং হাজার হাজার মানুষ সং'ক্র'মিত হয়েছে।

এদিকে চীনের উহান শহরের হাসপাতালে কর্মরত এক নার্সের দাবি, সেখানে ইতোমধ্যেই ৯০ হাজার মানুষ করোনাভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়েছেন। মাস্ক পরে হাসপাতালে রোগীদের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন ওই নার্স। তিনি বলছেন, সরকারিভাবে যে সংখ্যা বলা হচ্ছে প্রকৃতপক্ষে আ'ক্রান্তে'র সংখ্যা আরও কয়েক গুণ বেশি। যদিও এ তথ্য অস্বী'কার করেছেন চীনের সরকারি কর্মকর্তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে এ তথ্যের উল্লেখ নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এ ভাই'রাসে আ'ক্রা'ন্তদের মধ্যে সর্বোচ্চ ১২৯৭ জন চীনে (হংকং, ম্যাকাও ও তাইপেসহ) এছাড়া আমেরিকায় দুইজন, ফ্রান্সে ৩ জন  কোরিয়ায় ২ জন ভিয়েতনামে ২ জন থাইল্যান্ডে ৪ জন সিঙ্গাপুরে ৩ জন, অস্ট্রেলিয়া ৩, জাপানে ৩ জন সর্বশেষ নেপালে একজনকে সনা'ক্ত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে হংকং ম্যাকাও তাইপে এই তিন দেশ কে চীনের আওতায় রেখেছে। সেই হিসেবে তারা ১০টি দেশ বলছে। আর এই তিনটিকে হিসাব করলে এ ভাই'রাসে আ'ক্রা'ন্ত ব্যক্তি পাওয়া দেশ ও অঞ্চলের সংখ্যা ১৩টি। এ কারণে চীনা নতুন বছর উদযাপনের আনুষ্ঠানিক সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে বিভিন্ন এলাকায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে