রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০, ১১:৪৭:৫৮

নাগরিক'ত্ব আইনের প্র'তিবা'দে কেরালার মসজিদে মসজিদে উড়’ল পতাকা!

 নাগরিক'ত্ব আইনের প্র'তিবা'দে কেরালার মসজিদে মসজিদে উড়’ল পতাকা!

আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম বিরো’ধী বলে পরিচিত দল বিজেপি বরাবরই মসজিদ, মাদরাসা এবং মক্তবগুলোকে দে’শদ্রো’হীদের আ’খড়া, জ'ঙ্গি তৈরির কা’রখা’না, পাকিস্তান ঘনি’ষ্ঠ বলে দাবি এসেছে। কিন্তু বিত’র্কি’ত নাগরিক’ত্ব আইনের বিরো’ধিতা’য় উ’ল ভারতে কেরালার ছবি বিজেপির পক্ষে বেশ অস্বস্তি'ক'রই। 

আজ রবিবার ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসে কেরালার ১০ হাজার মসজিদে উ’ত্তোলন করা হয়েছে জাতীয় পতাকার। জাতীয় পতাকা তোলা হয় রাজ্যের বিভিন ধর্মীয় স্থানেও। ওয়া’কফ বোর্ডের নির্দেশেই এই পদক্ষেপ বলে জানালেন কু’ট্টিয়ারি জামা মসজিদ কমিটির সচিব কে বশির। তিনি বলেন, ‘নাগরিক আইনের কারণে সংবিধানই তো এখন ভ'য়ঙ্ক'র জায়গায় রয়েছে।’‌

শুধু জাতীয় পতাকা উ’ত্তোল’নই নয়, সংবিধানের প্রথম পং’ক্তিও পতাকা উ’ত্তো’লনের পর পাঠ করেন মুসলিম নেতা ও সাধারণ মানুষ। এভাবেই সিএএ বিরোধী আ’ন্দোলনে একজোট হচ্ছেন দেশবাসী বলে জানালেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে