মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ১২:৪৫:৫৬

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা বসবে ভারত : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা বসবে ভারত : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ

আন্তর্জাতিক ডেস্ক : ভবিষ্যতে যদি পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হয়, তবে তারা কেবল পাকিস্তান-অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। সোমবার বিজেপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একথা বলেন। তিনি এদিন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনের বা এনআরসির গুরুত্বের কথাও উল্লেখ করেন। 

দেশজুড়ে নাগরিকত্ব সংশো'ধন আইন বা সিএএ বাস্তবায়নে কোনও ক্ষ'তি হবে না বলে তার দাবি। সিএএ সম্পর্কে কথা বলতে গিয়ে রাজনাথ বলেন, এই আইনটি কোনও ধর্মের অনুভূতিতে আ'ঘা'ত করবে না তবে কেউ যদি সরকারকে বির'ক্ত করার চেষ্টা করে তবে তাদের রেহাই দেওয়া হবে না। প্রতিটি দেশেরই বসবাসরত বেআইনি নাগরিক এবং অ'বৈ'ধ অভিবাসীদের সংখ্যা জানার অধিকার রয়েছে।

কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে বক্তৃতা দেওয়ার সময় রাজনাথ সিং বলেন, সিএএ কোনও ধর্মের অনুভূতিতে আ'ঘা'ত দেওয়ার আইন নয়। বরং ধর্মীয় নি'পী'ড়নের শি'কা'রদের ত্রা'ণ সরবরাহ করার আইন। তিনি দৃঢ়ভাবে বলেন, সরকার কাউকে স্পর্শ করবে না। তবে কেউ যদি সরকারকে বি'র'ক্ত করে তবে তারা শান্তিতে থাকতে পারবে না।

রাজনাথ বলেন, জনগণ জি'জ্ঞা'সা করছে পাকিস্তান-অধি'কৃত কাশ্মীরের কী হবে? ভারতের সংসদ ইতিমধ্যে একটি প্রস্তাব পাস করেছে যে এটি ভারতের একটি অংশ। আমি এর আগেও বলেছি, জম্মু ও কাশ্মীরের কাজ শেষ হয়েছে। এখন যদি পাকিস্তানের সাথে আলোচনা হয়, কেবল পাক অধি'কৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। পাকিস্তান ৩৭০ ধারা বাতিলের পরে কাশ্মীরের সম'স্যা কোনও আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করার সা'হস করতে পারে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে