মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০, ০১:৪৭:০৫

করোনা আত'ঙ্কের মধ্যে এবার মহামা'রি আকার নিয়েছে লাসা জ্বর, নিহ'ত ২৯

করোনা আত'ঙ্কের মধ্যে এবার মহামা'রি আকার নিয়েছে লাসা জ্বর, নিহ'ত ২৯

আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকে বিশ্বব্যাপী ছড়ি'য়ে পড়া করোনা ভাইরাস আত'ঙ্কের মধ্যে এবার পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ম'হামা'রি আ'কার নিয়েছে লাসা জ্বর। চলতি মাসে এই জ্বরে দেশটিতে অন্তত ২৯ জন নিহ'ত হয়েছেন।দেশজু'ড়ে এটি ছ'ড়িয়ে পড়া নিয়ে জরু'রি অবস্থা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে নাইজেরিয়ার রোগ নিয়ন্ত্র'ণ কেন্দ্র জানিয়েছে, ২৪ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত লাসা জ্বরে আক্রা'ন্ত হয়েছেন ১৯৫ জন। এতে ওইদিন পর্যন্ত অন্তত ২৯ জন নিহ'ত হয়েছেন। দেশটির এগারোটি প্রদেশে এটি ছড়ি'য়ে পড়েছে। খবর আল জাজিরার।

লাসা জ্বরের সং'ক্র'মণ ক্র'মবর্ধ'মান হওয়ায় এ বিষয়ে জরু'রি সেবাকেন্দ্র খোলা হয়েছে। সরকারিভাবে যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নাইজেরিয়া সরকার।এর আগে ২০১৫ সালের আগস্টে নাইজেরিয়ায় লাসার ব্যাপক সং'ক্র'মণের ঘটনা ঘ'টেছিল। নাইজেরিয়ার রো'গ নিয়ন্ত্র'ণ কর্তৃপক্ষের (এনসিডিসি) তথ্য মতে, সেসময় নাইজেরিয়ার ১৯টি ভিন্ন রাজ্যে লাসা জ্বরে আক্রা'ন্ত রোগীদের শনা'ক্ত করা হয়েছিল।

লাসা জ্বর কী এবং কীভাবে ছড়ায়?
আমেরিকার ন্যাশনাল লাইব্রেরী মেডিসিন (এনএলএম) এর তথ্য অনুযায়ী, ইবোলা ভাই'রাসের মতো লাসা ভাই'রাস ভাইরাল হেমা'রেজিক জ্বর তৈরি করে। দুই ধরনের ভাইরাসের কারণে এই ধরনের রোগ দেখা দেয়। ভাইরাস দুইটির নাম- মা'রবা'র্গ ভাই'রাস এবং ইয়ে'লো ফি'ভার ভাই'রাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, লাসা জ্বরের লক্ষণ খুব ধীরে ধীরে প্রকাশ হতে থাকে। জ্বর, দূর্ব'লতা এবং অস্ব'স্তির মতো সাধারণ লক্ষ'ণ প্রকাশের সঙ্গে শুরু হয় লাসা। এই সকল উপসর্গের কয়েকদিন পর থেকে গলা ব্যথা, মাথা ব্যথা, পেশী ব্যথা, বুকে ব্যথা, বমি বমি ভাব এবং বমির মতো উপস'র্গগুলো দেখা দেয়।

অবস্থা অনেক গু'রুতর আকা'র ধা'রণ করলে মুখ ফু'লে যাওয়াসহ মুখ, নাক, যো'নি বা গ্যা'স্ট্রোই'নটেস্টা'ইনাল ট্র্যা'ক্ট থেকে র'ক্তপা'ত ও নিম্ন র'ক্তচা'পের মতো সমস্যাগুলো দেখা দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে রোগের প্রকো'প গুরু'ত্বর হলে ১৪ দিনের মধ্যে রোগীর মৃ'ত্যু ঘটে। লাসা জ্বরটি ২৮-৪০ সপ্তাহের গ'র্ভব'তী মহিলাদের জন্য বিশে'ষভাবে ক্ষ'তিকর। গ'র্ভাব'স্থায় লাসা জ্বরে আক্রা'ন্ত হলে প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে মাতৃ মৃ'ত্যু অথবা গ'র্ভপা'ত ঘটে। লাসা জ্বরের প্রাথমিক পর্যায়ে এ'ন্টিভাই'রাল ড্রা'গ রিবা'ভীরি কার্যকর।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় লাসা শহরে এই ভাইরাসটি আবিষ্কার করা হয় ১৯৬৯ সালে। পরবর্তি সময়ে শহরটির নামানুসারে ভাইরাসটির নামকরণ করা হয়।

লাসা ভাইরাসটি ম'স্তোমি'স নামক আফ্রিকান এক প্রকার ইঁদুরের চর্বি ও লালার মাধ্যমে ছ'ড়িয়ে পড়ছে। সং'ক্রা'মিত ইঁদুরের মূত্র বা মূত্রের সং'স্প'র্শে আসার মাধ্যমেই মানুষ এই রোগে আক্রা'ন্ত হয়ে থাকে। একইসাথে আক্রা'ন্ত ব্যক্তির শরীরের যেকোন ধরনের ফ্লু'ইডে'র (র'স) সং'স্প'র্শে আসার মাধ্যমেও লাসা জ্বর ছ'ড়িয়ে থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে