বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ০১:২৭:৪৪

করোনাভাইরাস : ঘুমানোরও সময় নেই, কাঁদছেন ক্লান্ত চিকিৎসকরা

করোনাভাইরাস : ঘুমানোরও সময় নেই, কাঁদছেন ক্লান্ত চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্ক: চীনে ‘ম'রণব্যা'ধি’ করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। কোনোভাবেই এর প্রকো'প রো'ধ করা যাচ্ছে না। যত সময় বাড়ছে, এ রোগে আ'ক্রান্তের সংখ্যাও বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃ'তের সংখ্যাও।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়, এমন অবস্থায় রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে টা'না কাজ করতে হচ্ছে চিকিৎসকদের। একটু বিশ্রাম বা ঘুমের সময়ও পাচ্ছেন না অনেক চিকিৎসক।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, টা'না কাজের চা'প আর ক্লা'ন্তিতে অসু'স্থ হয়ে পড়েছেন অনেক চিকিৎসক। অনেকেই চি'ৎকার করছেন এবং কাঁ'দছেন। ওই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে যে, সেখানকার পরিস্থি'তি কতটা ভ'য়াব'হ।
এর আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে বলা হয়েছে, চিকিৎসকরা টয়লেটে যাওয়ার সময়ও পাচ্ছেন না। এত বেশি মানুষ এই ভাইরাসে আক্রা'ন্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন যে, চিকিৎসকরা টয়লেটেও যেতে পারছেন না। এমন পরিস্থি'তিতে প্রাপ্তবয়স্কদের ডায়াপার পরেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

উহানে ন'জিরবি'হীন পরিস্থিতির সঙ্গে ল'ড়াই করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। তারা ঘণ্টার পর ঘণ্টা বিশ্রাম ছাড়াই কাজ করে যাচ্ছেন। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে শহরের হাসপাতালগুলো লোকজনে পরিপূ'র্ণ। কোথাও পা ফেলারও জায়গা নেই। সব হাসপাতালেই রোগীর ভি'ড় লেগে আছে।

রোগীদের শরীর থেকে যেন এই ভাইরাস ছ'ড়িয়ে পড়তে না পারে সেজন্য পুরো শরীর ঢাকা পোশাক এবং মা'স্ক পরে চিকিৎসায় নিয়োজিত রয়েছেন হাসপাতালের কর্মীরা। এই পোশাক বার বার খোলাটাও বেশ কঠিন ও সময় সাপেক্ষ। এমন পরিস্থি'তিতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বার বার পোশাক বদলাতে রাজি নন তারা।

এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এক চীনা চিকিৎসক বলেন, ‘আমরা জানি যে আমাদের এই সুরক্ষি'ত পোশাকটিই হয়েতো আমাদের কাছে সর্বশেষ। আমরা কোনো কিছুই নষ্ট করতে চাচ্ছি না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে