বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ১১:৩৫:২৮

বিশ্বের সবচেয়ে প্রবীণ সার্জন ১০ হাজার অ'পারেশনকারী সেই নারী চিকিৎসক আর নেই

বিশ্বের সবচেয়ে প্রবীণ সার্জন ১০ হাজার অ'পারেশনকারী সেই নারী চিকিৎসক আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : চিকিৎসক জীবনে ১০ হাজারেরও বেশি অ'পারেশনকারী বিশ্বের সবচেয়ে প্রবীণ সার্জন ডা. আলা ইললিনিচনা লেভুশকিনা আর নেই। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তিনি রাশিয়ার মস্কো শহরের রাইয়াজান সিটি হসপিটালে তিনি মৃ'ত্যুবরণ করেন। মৃ'ত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ হয়েছে।

৮৯ বছর বয়সেও দিনে চারটি করে অ'পারেশন করতেন তিনি। ছোটবেলায় তিনি স্বপ্ন দেখতেন ভূবিজ্ঞা'নী হওয়ার। তার জীবনটা ছিল বৈচিত্র্যময়। তিনি বিয়েও করেননি, সন্তানও নেননি। তার জীবন কে'টেছে একটি স্টু'ডিও অ্যাপার্টমেন্টে ৮টি বিড়াল নিয়ে। যখন কোনো কাজ থাকতো না তখন তিনি বিড়াল ও তার প্রতিবন্ধী ভ্রাতুষ্পুত্রকে নিয়ে সময় কা'টাতেন।

পেশাগত জীবনে ডা. আলা ইললিনিচনা লেভুশকিনা নানা খ্যাতি অর্জন করেছেন। তার দৈহিক উচ্চতা ছিল মাত্র ৪ ফুট ৯ ইঞ্চি। কিন্তু অদম্য মনোবল আর রোগীদের প্রতি আন্তরিকতা ছিল আকাশসম। যার ফলে রাশিয়া সরকারের কাছ থেকে দেশের সেরা চিকিৎসকের অ্যাওয়ার্ডও লাভ করেন ডা. আলা ইললিনিচনা লেভুশকিনা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্যা সানকে দেয়া এক সাক্ষাৎকারে ডা. আলা ইললিনিচনা লেভুশকিনা বলেছিলেন, ‘তার কাছে চিকিৎসক শুধুমাত্র একটি পেশাই নয়, বরং এটি তার যাপিত জীবনের অবিচ্ছেদ্য অংশও বটে’।

সেই সাথে তাঁর এই সুদীর্ঘ জীবনের র'হস্য জানতে চাইলে তাঁর সহ'জাত উত্তর- ‘আমি এই সুদীর্ঘ জীবনের তেমন কোনো র'হস্য খুঁজে পাইনি। আমি প্রায় সবকিছুই খাই, সেই সাথে অনেক হাসি আবার অনেক কাঁদি’।

কিংবদন্তি এ চিকিৎসকের মৃ'ত্যুতে রাশিয়ার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে শোকাবহ পরিবেশ বইছে। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে সম্মান জানিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন নাগরিকরা।

ডা. আলা ইললিনিচনা লেভুশকিনা স'ম্পর্কে রাশিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধার জুলিয়া স্টেপানোভা তার ফেসবুক টাইমলাইনে লেখেন, তিনি ১০ হাজার অ'পারেশন করেছেন, এর মধ্যে একজন রোগীও অ'পারেশন অবস্থায় মা'রা যায়নি। এটা আসলে একটা জাদুর মতো। তিনি প্রতিটি অ'পারেশনের আগে প্রার্থনা করতেন। প্রতিটি রোগীকে তিনি খুব সিরিয়াসলি দেখতেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে