বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ০২:১৫:৩৩

বি'ক্ষো'ভ: র'ণক্ষে'ত্র বো'মা-গু'লি, ঘটনাস্থলে নিহ'ত ২!

বি'ক্ষো'ভ: র'ণক্ষে'ত্র বো'মা-গু'লি, ঘটনাস্থলে নিহ'ত ২!

আন্তর্জাতিক ডেস্ক : CAA, NRC-র প্র'তিবা'দ করার সময় গু'লি চা'লানোর অ'ভিযোগ উঠল মুর্শিদাবাদের জল'ঙ্গিতে। গু'লিবি'দ্ধ হয়ে ২ জনের মৃ'ত্যুর খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে জলঙ্গির সাহেবনগর এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায় বেশ কয়েকজন পথ অবরোধ করেন। সেই সময় সংঘ'র্ষ শুরু হয়। অ'ভিযোগ, সংঘ'র্ষের সময় বো'মা ছোড়া হয়। এর পর আচ'মকা কেউ গু'লি চালিয়ে দেয়। ঘটনাস্থলে মৃ'ত্যু হয় ২ জনের।

সূত্রের খবর, এ দিন সকালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরু'দ্ধে পথ অব'রোধ চলে। অ'ভিযোগ, সেই সময় অব'রোধে বাধা দেয় আরেকপক্ষ। তাতেই দু’পক্ষের মধ্যে বচ'সা বেঁ'ধে যায়। শুরু হয় বো'মাবা'জি। এর পর হঠাৎ কেউ গু'লি করে। গু'লি গিয়ে লাগে পর পর দু'জনকে। ঘটনাস্থলে মৃ'ত্যু হয় তাঁদের। আহ'ত হয় বেশ কয়েকজন। তবে, কে বা কারা সাহেবনগর এলাকায় আচমকা গু'লি চালাল, তা এখনও জানা যায়নি।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। নিহ'ত'দের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষু'ব্ধ হয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা। তবে, আততায়ীর খোঁ'জ পাওয়া যায় নি। নতুন কোনও অশা'ন্তি যাতে তৈরি না হয় সে কারণে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। অব'রোধকারীদের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।-এই সময় 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে