সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ০১:১৭:০১

ইসরাইলি দখলদারিত্বে সহযোগিতা করছে সৌদি আরব: হামাস

ইসরাইলি দখলদারিত্বে সহযোগিতা করছে সৌদি আরব: হামাস

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে 'ফিলিস্তিনি ইস্যু' নাই করে দিতে মার্কিন পরিকল্পনায় সৌদি আরব সহযোগিতা করছে বলে অ'ভিযো'গ করেছে প্র'তিরো'ধ আন্দো'লন হামাস। ফিলিস্তিনকে মানুষের মন থেকে মুছে ফেলতে রিয়াদ ওয়াশিংটনের সঙ্গী হয়েছে বলে হামাসের মুখপাত্র হাযিম কাসিম এক বিবৃতিতে বলেছেন।

ইসরাইলি দ'খ'লদা'রিত্বে সৌদি সহযোগিতা করছে বলেও অ'ভিযো'গ করেছেন তিনি। 'ডিল অব দ্যা সেঞ্চুরি'-তে যেসব ইতিবাচক দিক রয়েছে সেগুলোই আলোচনার ভিত্তি হতে পারে বলে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদিল আল জুবায়ের সম্প্রতি মন্তব্য করেছেন। রোমানিয়ার রাজধানী বুখারেস্ট সফরের অবকাশে তিনি এ মন্তব্য করেন।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে উ'দ্ধৃ'ত করে হামাস মুখপাত্র বলেন, সৌদি মন্ত্রী মার্কিন পরিকল্পনা 'ডিল অব দ্যা সেঞ্চুরি'তে ইতিবাচক দিক রয়েছে বলে যে মন্তব্য করেছেন তা থেকে এটা স্পষ্ট ফিলিস্তিনের বি'রু'দ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে সৌদি আরব।

ওই বিবৃতিতে হাযিম কাসিম বলেন, 'আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার বি'র'দ্ধে যে অবস্থান নিয়েছে তার সঙ্গে সৌদি মন্ত্রীর বক্তব্যের কোনো মিল নেই।' গত মাসে প্রকাশ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে ঘিরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের অচ'লাব'স্থা চলছে। ওই শান্তি পরিক'ল্পনা প্র'ত্যা'খ্যান করেছেন ফিলিস্তিনিরা।

মার্কিন-ইহুদিবাদী এ পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি উ'দ্বা'স্তুদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে ব'ঞ্চি'ত করা হয়েছে। এ ছাড়া জর্দান নদীর পশ্চিমতীরের ৭০ শতাংশ ভূমি ও গাজা উপত্যকা নিয়ে একটি দু'র্ব'ল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে