মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:০৮:৪৫

ভ'য়াব'হ বি'স্ফো'রণে কেঁ'পে উ'ঠল পাকিস্তান!

ভ'য়াব'হ বি'স্ফো'রণে কেঁ'পে উ'ঠল পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি প্রেস ক্লাবের পাশে ভ'য়াব'হ বি'স্ফো'র'ণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার ওই বি'ষ্ফো'রণে এখন পর্যন্ত সাতজনের মৃ'ত্যুর খবর পাওয়া গেছে। আ'হ'ত হয়েছেন আরও অন্তত ১৯ জন। মৃ'তের সংখ্যা বা'ড়তে পারে বলে আ'শ'ঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বি'ষ্ফো'রণের সময় ঘটনাস্থলে অনেক গাড়ি ছিল। সেগুলোর বেশ কয়েকটি পু'ড়ে গেছে। তবে বি'স্ফো'রণের কারণ কি এবং কারা এটি ঘ'টিয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত করে জানা যায়নি। কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

বি'ষ্ফো'রণের পর ঘটনাস্থ'লটি ঘিরে রেখেছে দেশটির নিরাপত্তারক্ষা বাহিনী। হাসপাতালে নেয়া হয়েছে আহ'তদের। এর আগে গত ডিসেম্বরে কোয়েটায় ভ'য়াব'হ আরেকটি বি'স্ফো'রণের ঘটনা ঘটে। তাতে একজন নি'হ'ত হন। এক ঢালাইয়ের দোকানে (ওয়েল্ডিং সপ) বি'স্ফো'রণের ঘটনাটি ঘটেছিল।

এছাড়া গত বছরের ৭ ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী ও প্রধান শহর লাহোরের একটি বেকারি দোকানে বি'স্ফো'রণের ঘটনা ঘটলে তাতে একজনের প্রা'ণহা'নি ছাড়াও ছয়জন গু'রু'ত'রভাবে আহ'ত হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে