বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০, ০১:১১:১০

এটা পাকিস্তান, ভারত নয় : ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি

এটা পাকিস্তান, ভারত নয় : ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক : ভারত আর পাকিস্তান, সম্পর্ক সা'পে–নে'উলে। কিন্তু প্রতিদিন একবার করে একে অপরের নাম না নিয়ে থাকতে পারে না। আজ এ বলে, '‌দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলল!'‌ তো কাল ও বলে, '‌এটা পাকিস্তান, ভারত নয়।'‌ ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি দেশের প্রশাসনকে নি'ন্দা করলেন ঠিক এভাবেই। 

তিনি বলেন, ''সরকারের বিরো'ধিতা করলেই দেশদ্রো'হী বলে দেওয়া যায় না। এটা পাকিস্তান। ভারত নয়।''‌ এটা বলার পিছনে কী কারণ, তা তো সকলেই জানে। সিএএ নিয়ে ভারতে যে প্রতিবাদ হচ্ছে, মোদি সরকার সমস্ত প্রতিবা'দীকে দেশদ্রো'হী বলে দিচ্ছে। সেই কথা মাথায় রেখেই এই তুলনা টানা। 

পাশতুন তেহফুজ মুভমেন্ট (‌‌পিটিএম)‌ ও আওয়ামি ওয়ার্কার্স পার্টি (এডব্লিউপি‌)– এই দু'‌টি দলের প্রায় ২৩ জন সদস্যকে পাকিস্তান প্রশাসন আ'টক করেছে দেশদ্রো'হিতার অ'ভিযো'গে। ‌‌পিটিএম– এর প্রধান মনজুর পাশতিনকে গ্রে'প্তারের প্রতি'বাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষো'ভ হয়। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি অথর মিনাল্লাহ্‌ এই প্রসঙ্গেই প্রশাসনকে তি'র'স্কার করলেন। 

তিনি বললেন, ''‌মানুষ ভোট দিয়ে সরকারকে ক্ষ'মতায় এনেছে। সেই গণতা'ন্ত্রিক সরকার মানুষকে নিজেদের বক্তব্য জো'র গলায় বলতে বা'ধা দেবে, এটা আশা করা যায় না। সরকারকে স'মালো'চনা হ'জ'ম করতেই হবে। ‌এটা পাকিস্তান। ভারত নয়। প্র'তিবা'দী স্বরকে দ'মিয়ে রাখার জন্য সবাইকে দেশদ্রো'হী বলে দিতে পারি না।''‌ ‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে