রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০, ০২:০০:৩৬

ভারত সফরে ট্রাম্প সঙ্গে আনছেন ‘দ্য বিস্ট’, এই গাড়ির সব অত্যাধুনিক সুবিধা জানলে চমকে উঠবেন

ভারত সফরে ট্রাম্প সঙ্গে আনছেন ‘দ্য বিস্ট’, এই গাড়ির সব অত্যাধুনিক সুবিধা জানলে চমকে উঠবেন

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। উপলক্ষ, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন। মার্কিন প্রেসিডেন্ট আসছেন বলে কথা। তার নিরাপ'ত্তায় কোনও ফাঁ'ক রাখবে না ভারত সরকার।

ফাঁ'ক রাখবে না আমেরিকাও। সুদূ'র আমেরিকায় বসেও প্রেসিডেন্টের উপর ক'ড়া নজ'র রাখবে হোয়াইট হাউস। এসবই সম্ভব হবে, প্রেসিডেন্টের কনভ'য়ে ডোনাল্ড ট্রাম্পের জন্য নির্মিত বিশেষ গাড়ি ‘দ্য বিস্ট’-এর জন্য। প্রেসিডেন্টের গাড়িতে এমন সব অত্যাধুনিক সুবিধা আছে, যা জানতে তা'ক লেগে যাবে। এক কথায় ঠিক যেন সাঁজো'য়া গাড়ি।

জানালা: মার্কিন প্রেসিডেন্টের গাড়ির জানলায় পাঁচটি স্ত'র আছে। তা কাচ এবং পলিকা'র্বনেট দিয়ে নির্মিত। শুধুমাত্র চালকের পাশের জানালা ছা'ড়া আর কোনও জানালার কাচই নামানো যায় না। চালকের পাশের জানলার কাচ মাত্র তিন ইঞ্চি নামানো যায়। বু'লেট প্রু'ফ জ্যা'কেট ভে'দ করে যাবে এমন বু'লেটও এই গাড়ির জানালার কাচ ভে'দ করতে পারবে না।
বডি: গাড়ির বডি তৈরি হয়েছে স্টিল, টাইটে'নিয়াম, অ্যালুমি'নিয়াম এবং সেরামি'কস‌-এর কম্বি'নেশনে। যা পাঁচ ইঞ্চি মোটা এবং অত্যন্ত শ'ক্ত।

নিরাপত্তা: গোটা গাড়িটাই নিরাপ'ত্তায় মো'ড়া। গাড়ির মধ্যেই পাম্প অ্যা'কশন' শ'টগা'নস‌, কাঁ'দানে গ্যা'স এবং‌ জরু'রি অবস্থার জন্য প্রেসিডেন্টের জন্য সব সময় মজুত রাখা হয় র'ক্তের ব্যা'গ। আছে অ'গ্নিনির্বা'পন য'ন্ত্র।

চালক: মার্কিন সিক্রেট সার্ভিসের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকেই চালক হিসেবে বেছে নেওয়া হয়। চালকের হাত এতটাই পো'ক্ত যে, যে কোনও পরিস্থি'তিতে সুদ'ক্ষভাবে গাড়ি চালাতে উস্তা'দ তিনি। বি'পদের আঁ'চ পেলেই দ্রু'ত প্রেসিডেন্টকে সুর'ক্ষিত স্থানে পৌঁছে দেবেন। তিনি ১৮০ ডিগ্রি ঘো'রাতে পারেন গাড়িকে।

সামনে: কোনও সাঁজো'য়া গাড়ির থেকে কম নয় মার্কিন প্রেসিডেন্টের এই গাড়ি। গাড়ির সামনে রয়েছে কাঁ'দানে গ্যা'সের গ্রে'নেড ল'ঞ্চার এবং নাইট ভিশ'ন ক্যামেরা।

পিছনের আসন: প্রেসিডেন্টের গতিবি'ধির উপর স'রাস'রি যোগাযোগ রাখে পে'ন্টাগন। তার জন্য পিছনের সিটে স্যাটেলা'ইট ফোন রয়েছে। যার সাহায্যে মার্কিন প্রেসিডেন্ট স'রাস'রি পে'ন্টাগনের সঙ্গে যোগাযোগ রাখেন। প্রেসিডেন্ট ছাড়াও পিছনের আসনে আরও চার ব্যক্তি বসতে পারেন। চালক এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে একটি কাচের পা'র্টিশন আছে। যার সুই'চ আছে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট চাইলে তবেই সেই কাচের পা'র্টিশন নামবে। এছাড়া প্রেসিডেন্টের কাছে আছে একটি প্যা'নিক বো'তাম এবং আপ'ৎকালীন পরিস্থি'তির জন্য অ'ক্সিজেন সরবরা'হের ব্যব'স্থা।
গাড়ির জ্বালানি ট্যাঙ্ক: বি'স্ফো'রণ প্রতিরো'ধক ফোম দিয়ে পরিপূর্ণ গাড়ির জ্বালানি ট্যা'ঙ্ক। স'রাস'রি ট্যা'ঙ্কের মধ্যে হা'মলা হলেও কোনও বি'স্ফো'রণ হবে না।

টায়ার এবং কাঠামো: ছোটখাটো প্রতিটা বিষয়ের উপরই নজ'র দেওয়া হয়েছে। স্টি'ল রি'মের এই টায়ার কখনও ফা'টবে না। আর যদি তা কখনও ঘ'টে থাকে, অর্থাৎ টায়ার যদি ফে'টেও যায়, তা হলেও গাড়ি চালাতে চালকের কোনও অসুবিধা হবে না। এমন প্রযু'ক্তিতেই তৈরি করা হয়েছে টায়ার। গাড়ির পুরো কাঠামো'তেই স্টিল রয়েছে, যা বো'মা এবং মাই'ন থেকে গাড়িকে র'ক্ষা করবে। প্রেসিডেন্টের এই গাড়িতে অত্যাধু'নিক সে'ন্সর লা'গানো আছে। কোনও রকম নি'উক্লি'য়ার, কেমিক্যাল বা বায়ো'লজি'ক্যাল হাম'লার আগেই তা বু'ঝে নেয় এই সে'ন্সর এবং সেই মতো প্র'তিক্রি'য়াও জানায় গাড়ি।

ওয়াচটাওয়ার: এই গাড়ি সঙ্গে লা'গানো আছে উল'ম্ব অ্যা'ন্টেনা, যা খুব সহজেই যাতায়াতের রাস্তায় যে কোনও কমিউ'নিকেশ'নকে এবং একই সঙ্গে রিমো'ট ডি'টোনে'টিং ডিভা'ইসকে জ্যা'ম করে দিতে সক্ষ'ম। মানবহী'ন এয়ার ভে'হিক'লকেও শনা'ক্ত করতে সক্ষ'ম এই গাড়ি।

সহযোগী গাড়ি: প্রেসিডেন্টের কনভ'য়ে আরও অনেকগুলো গাড়ি থাকে। যার একটিতে থাকে প্রেসিডেন্টের চিকিত'ৎসক, ক্যাবিনেট মেম্বার। এছাড়া প্রেসিডেন্টের গাড়ির ঠিক পিছনে থাকে হাফব্যা'ক, যাতে থাকেন সি'ক্রে'ট সার্ভিসের লোকজন। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে