সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০, ০১:২৫:০৭

এবার স্যামসাং মোবাইল তৈরির কারখানায় করোনা ভাইরাসের হা'না

এবার স্যামসাং মোবাইল তৈরির কারখানায় করোনা ভাইরাসের হা'না

আন্তর্জাতিক ডেস্ক : চীনে ম'হামা'রী রূপ নিয়ে করোনা ভাই'রাস। সবশেষ পাওয়া তথ্যানুযায়ী, এরই মধ্যে প্রা'ণঘা'তী এই ভাই'রাসে মৃ'তের সংখ্যা বেড়ে আড়াই হাজার জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চীনের বাইরে মা'রা গেছেন ১৯ জন। আর ভাই'রাসটিতে আ'ক্রা'ন্ত রয়েছেন ৭৮ হাজার ৫শ জনের মতো।

এদিকে, চীন কাঁ'পিয়ে করোনা থা'বা হেনেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাই'রাসে মৃ'ত্যু হয়েছে অন্তত ৪ জনের। আ'ক্রা'ন্ত হয়েছেন ৫৫৬ জন। প্রা'ণঘা'তী এই করোনা ভাই'রাস হা'না দিয়েছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং কারখানায়। দেশটির গুমি নগরীর কারখানার এক কর্মীকে করোনা আ'ক্রা'ন্ত হিসেবে স'না'ক্ত করা হয়েছে। 

শনিবার এ তথ্য নি'শ্চি'ত করেছে স্যামসাং কর্তৃপক্ষ। এ ঘটনার পর থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কারখানাটিকে ব'ন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত ওই কর্মীর অন্যান্য সহযোগীদের কো'য়ারে'ন্টাইনে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: টেম্পো

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে