সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:০৭:৫৯

আমাদের ভুলগুলো শুধরাতে হবে : চীনা প্রেসিডেন্ট

আমাদের ভুলগুলো শুধরাতে হবে : চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়ে চীনে রবিবার আরো ১৫০ জনের মৃ'ত্যু হয়েছে। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন সোমবার এ তথ্য জানিয়ে বলেছে, দেশব্যাপী এই ভা'ইরা'সে মৃ'তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশ ৯২ জনে। এমন পরিস্থিতিতে করোনাভাইরা'সকে চীনের স্বাস্থ্য ক্ষেত্রে সবচেয়ে বড় সং'কট বলে আখ্যা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 

রবিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ১৯৪৯ সালে কমিউনিস্ট চায়না প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এটাই সব থেকে বড় ‘হেলথ এমার্জেন্সি’। তিনি বলেন, আমাদের এই ভুলগুলো শুধরাতে হবে। চীনা প্রেসিডেন্ট অবস্থার গুরুত্ব স্বী'কার করে নিয়ে বলেন, ‘এটা আমাদের জন্য ক'ঠিন এবং একই সঙ্গে চ'রম পরীক্ষার সময়।’

এর আগেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মন্তব্যে উঠে এসেছিল করুণ ছবি। তিনি বলেছিলেন, করোনাভাইরা'সে দেশের স্বাস্থ্য প'রিকাঠামোর দু'র্বলতা ধ'রা পড়েছে। তা সারাতে হবে। পরিস্থিতি মো'কাবিলা ১১৫০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে সরকার।

এরই মধ্যে রবিবারের সংখ্যা অনুযায়ী এই ভাইরা'সের ক'বলে পড়েছেন ৭৬ হাজার ৯৩৬ জন। চীনের পর বিশ্বের অন্যান্য দেশেও ক্র'মেই ছ'ড়িয়ে পড়েছে এই ভাইরা'স। মৃ'তের ও আ'ক্রা'ন্তে'র শ'ঙ্কায় আ'শঙ্কি'ত হয়ে ‘হু’ (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন)-এর পক্ষেও সত'র্কতা জারি করা হয়েছে।

সারা বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমাক্ষেত্রেও প্রভাব পড়েছে ক'রোনার। পাকিস্তান ইরানের সঙ্গে বর্ডার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইরানে আট জনের মৃ'ত্যুর খবর পাওয়ার পরেই ইমরান খানের সরকার এই সি'দ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

দক্ষিণ কোরিয়ায় নতুন কোরোনাভাইরা'সে আ'ক্রা'ন্তের সংখ্যা দেড়শ ছাড়িয়ে যাওয়ায় দুটি শহরকে ‘স্পেশাল কেয়ার জোন’ হিসেবে ঘোষণা করেছে সে দেশের সরকার। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ৮৮৯ জনের শরীরে নতুন করোনাভাইরা'সের সং'ক্রম'ণ ধ'রা পড়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩৯৪ জন। সব মিলিয়ে চীনে আ'ক্রা'ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৪৬৫ জনে। আর অন্তত ২৬টি দেশে এই ভাইরা'স ছড়িয়ে পড়ায় বিশ্বে আ'ক্রা'ন্তের সংখ্যা ৭৬ হাজার ৭০০ ছা'ড়িয়ে গেছে। সূত্র : পলিটিকো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে