মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:৪৭:৪৯

একের পর এক নিষে'ধাজ্ঞা; মধ্যপ্রাচ্যে বিমান চলাচলে বড় বিপ'র্যয়

একের পর এক নিষে'ধাজ্ঞা; মধ্যপ্রাচ্যে বিমান চলাচলে বড় বিপ'র্যয়

আন্তর্জাতিক ডেস্ক : বিমান চলাচলে আরও নিষে'ধা'জ্ঞা আরো'প করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাই'রাস মহা'মারির বিস্তার ও সং'ক্র'মণ ঠে'কাতে এমন পদক্ষে'প নিচ্ছে তারা। বৈশ্বিক বিমান চলাচলের হাব হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত তেহরান ছাড়া ইরানের সঙ্গে সকল ধরনের ফ্লাইট বা'তিল ঘোষণা করেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং শারজাহ বিমানবন্দরে চলাচলকারী সকল ফ্লাইট পরবর্তী নির্দে'শনা না দেওয়া পর্যন্ত বা'তিল করেছে বাহরাইন। এদিকে ওমান জর্ডান, কুয়েত, ইরাক ও সৌদি আরব ইতোমধ্যে ইরানের সঙ্গে সব ফ্লাইট বা'তিল করেছে। এছাড়া করোনা আ'ত'ঙ্ক আর এর বি'স্তার ঠে'কাতে গোটা বিশ্বের বিমান পরিবহন সংস্থাগুলো তাদের ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিয়েছে। 

আজ মঙ্গলবার দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, তারা ইরানে চলাচলকারী সব ফ্লাইট বা'তিল করেছে—শুধু দেশটির রাজধানী তেহরান ছাড়া। তবে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ তেহরান থেকে আসা সকল যাত্রীর স্ক্রিনিংসহ অন্যান স্বাস্থ্য পরীক্ষা করছে। এছাড়া যাত্রীরা তাদের ফ্লাইট পুনরায় বুক করতে চাইলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এদিকে বাহরাইন সরকার করোনা ভাই'রাসের সং'ক্র'মণ ঠে'কাতে পরবর্তী নির্দে'শনা না দেয়া পর্যন্ত দুবাই থেকে চলাচলকারী সব ধরনের ফ্লাইট বা'তিল ঘোষণা করেছে। গতকাল সোমবার ইরাক, আফগানিস্তান, কুয়েত, ওমান এবং বাহরাইনে প্রথমবারের মতো করোনা আ'ক্রা'ন্ত রো'গী শ'না'ক্ত করা হয়েছে—যাদের সবাই সম্প্রতি ইরান ভ্রমণ করেছেন।

একইদিনে ইরানের বি'রু'দ্ধে করোনা ভা'ইরাসে মৃ'তের সংখ্যা ধা'মাচা'পা দেয়ার অভিযোগও উঠেছে। ইরান সরকার আগাম সত'র্ক'তামূলক ব্যবস্থা হিসেবে করোনা ভাই'রাসের বি'স্তার ঠে'কাতে দেশজুড়ে কনসার্ট, ফুটবল ম্যাচ বা'তিল করা ছাড়াও বেশে কয়েকটি প্রদেশে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহ ব'ন্ধ ঘোষণা করেছে।

বিশ্বের বিমান চলাচল শিল্প নিয়ন্ত্রক সংস্থা 'দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন' (আইএটিএ) গত শুক্রবার স'ত'র্ক করে দিয়েছে, করোনা ভাই'রাসের কারণে চলতি বছর ২৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা হা'রাবে বিমানসংস্থাগুলো। সংস্থাটি বলছে, গত একযুগে বিমান পরিবহন খাত কখনো এতটা সং'কটে পড়েনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে