বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ১০:৫৪:১৭

প্যান্ট খুলে ধর্মীয় পরিচয় জানতে চাইল উগ্র হিন্দুরা!

 প্যান্ট খুলে ধর্মীয় পরিচয় জানতে চাইল উগ্র হিন্দুরা!

আন্তর্জাতিক ডেস্ক: সিএএ-কে কেন্দ্র করে সংঘ'র্ষের জেরে গত তিন দিন ধরে উ'ত্তাল ভারতের রাজধানী দিল্লি। সোমবার এক পুলিশ কর্মী-সহ সাত জনের মৃ'ত্যু হয়েছিল। মঙ্গলবারও সকাল হতেই ফের উ'ত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায়। লাঠি, রড, ইট-পাটকেল নিয়ে রাস্তায় নেমে পড়তে দেখা গিয়েছে অনেককে। বেলা বাড়তেই উ'ত্তেজনা আরও বাড়ে। একাধিক দোকানপাট, গাড়িতে আগু'ন ধরিয়ে দেওয়া হয়। ভজনপুরা, চাঁদ বাগ, করাবল নগরের মতো এলাকা অ'গ্নিগ'র্ভ হয়ে ওঠে। প'রিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ দিনও একাধিক জায়গায় কাঁ'দানে গ্যা'সের শেল ফা'টায় পুলিশ।

সন্ধ্যার দিকে সবচেয়ে উ'ত্তেজ'নাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে কা'রফিউ জা'রি করা হয়েছে। প্রায় গোটা উত্তর-পূর্ব দিল্লি জুড়েই ১৪৪ ধারা করা হয়েছিল সোমবার। মঙ্গলবারও তা অব্যাহত ছিল। কিন্তু সে সব উ'পেক্ষা করেই মঙ্গলবার যে ভাবে পরিস্থিতি অ'গ্নিগ'র্ভ হয়ে উঠেছে, তাতে উ'দ্বেগ বেড়েছে দিল্লি পুলিশের। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

আজ সহিং'সতার শি'কার হয়েছেন সাংবাদিকরাও। মঙ্গলবার সংঘ'র্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গু'লিবিদ্ধ হন এক সাংবাদিক। মা'রধ'র করা হয় আরো দুই সংবাদকর্মীকে।

সোমবার খবর সংগ্রহ করতে গেলে এক সাংবাদিকের ধর্মীয় পরিচয় জানতে চান উগ্র হিন্দুরা। তারা ওই সাংবাদিকের প্যান্ট খুলে ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে বলেন। 

হিন্দুস্তান টাইমস এমন খবর দিয়েছে। হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার উত্তর-পূর্ব দিল্লির মৌজপুরে হা'মলাকারীদের গু'লিতে জ'খম হয়েছেন জে কে ২৪X৭ নিউজ চ্যানেলের সাংবাদিক আকাশ। তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। 

এ ছাড়া জ্ব'লন্ত মসজিদের ছবি তুলতে গেলে প্রচ'ণ্ড মা'রধ'র করা হয় এনডিটিভি চ্যানেলের দুই সাংবাদিক অরবিন্দ গুণশেখর ও সৌরভ শুক্লাকে। ওই এলাকাতেই ছবি তুলতে গিয়ে আ'ক্রা'ন্ত হন টাইমস অফ ইন্ডিয়ার চিত্র সাংবাদিক অনিন্দ্য চট্টোপাধ্যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে