বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ১১:৩৮:৪৩

জ্ব'লছে দিল্লি, ‘‌জয় শ্রী রাম’ স্লোগান তুলে এক মুসলিম যুবককে মা'রছে পুলিশ!

জ্ব'লছে দিল্লি, ‘‌জয় শ্রী রাম’ স্লোগান তুলে এক মুসলিম যুবককে মা'রছে পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক: অ'গ্নিগর্ভ হয়ে পড়েছে ভারতের রাজধানী। সাম্প্রদায়িক হিং'সায় জ্ব'লছে দিল্লি।  দিল্লির আকাশে সারা দিনই কালো ধোঁ'য়া পা'কিয়ে পা'কিয়ে উঠেছে। স্লো'গান উঠছে, ‘হিন্দুয়োঁ কা হিন্দুস্তান’, 'জয় শ্রীরাম'। সংঘ'র্ষ পাথর-যু'দ্ধ, গু'লি, ভী'ড় জমিয়ে মা'রধ'র, অসংখ্য বাড়ি-দোকানে আ'গুন লাগানো, লু'ঠতরা'জকিছুই বাকি থাকেনি। ভারতীঢ সংবাদসংস্থা এনএনআই সূত্রে শেষ পাওয়া খবর, দিল্লিতে হিং'সার ঘটনায় মৃ'তের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। 

এক মাসের জন্য উত্তর-পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা জা'রি করা হয়েছে। উত্তর-পূর্ব দিল্লির গুরু তেগবাহাদুর হাসপাতালে গুরুতর আহ'তের সংখ্যা লা'ফিয়ে লা'ফিয়ে বাড়ছে। ফলে মৃ'ত্যুও বাড়ার আশ'ঙ্কা। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আহ'তদের প্রায় অর্ধেক গু'লিবি'দ্ধ। উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ-মৌজপুরে সিএএ-বিরোধী ও সিএএ-পন্থীদের মধ্যে সংঘ'র্ষ ঘিরে অশান্তি তৈরি হয়েছিল, মঙ্গলবার রাতে সেই অশান্তি পূর্ব দিল্লিতেও ছ'ড়িয়ে পড়েছে। 

দিল্লির পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বারেবারে জ'রুরি বৈঠক করলেও চিত্র একটুও বদলায়নি। বরং আরও জ'টিল হয়েছে। দিল্লির হিং'সা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু ভি'ডিও, ছবি ভাই'রাল হয়েছে। এরকমও একটি ভি'ডিও ছ'ড়িয়ে প'ড়েছে, যাতে দেখা গিয়েছে, পুলিশই ‘‌জয় শ্রী রাম’ স্লোগান তুলে এক মুসলিম যুবককে মা'রছে। এ দিন মাঝ রাতে উপদ্রু'ত সীলামপুরে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল। যা দেখে অনেকেই বলছেন, রাজধানীর এক টু'করো অংশের আইনশৃঙ্খলা সামলাতে এনএসএ-কে আসরে নামতে হচ্ছে, পুলিশি ব্যর্থতার এক চেয়ে বড় উদাহরণ আর কী হতে পারে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে