বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৩৭:০২

তরুণরা এখনও প্রধানমন্ত্রী হিসেবে মাহাথিরকেই চান!

তরুণরা এখনও প্রধানমন্ত্রী হিসেবে মাহাথিরকেই চান!

আন্তর্জাতিক ডেস্ক: মাহাথিরের প’দত্যাগকে কেন্দ্র করে টা’লমাটাল এখন মালয়েশিয়ার রাজনীতি। দেশটির রাজার আদেশে তিনি এখন অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্তর্বতীকালীন হলেও তিনি প্রধানমন্ত্রীর পূর্ণ ক্ষ’মতা ব্যবহার করতে পারবেন। তবে অন্তর্বতীকালীন হিসেবে নয় তাকে প্রধানমন্ত্রীর পদেই দেখতে চান দেশটির তরুন জনশক্তি।

মাহাথিরের প্রতিষ্ঠিত দলের যুব শাখা আরমাদা বারসাতুর নেতা সৈয়দ সাদিক সৈয়দ আব্দুল রহমান বলেন, দেশের নি’রাপত্তা ও জাতীয় স্বা’র্থে প্রধানমন্ত্রী পদে আমাদের দলের সবাই মাহাথিরকে সমর্থন দিতে সম্মত হয়েছে। আমরা মালয়েশিয়ার ঐক্য চাই কিন্তু যেসব চোর ও প্র’তারক জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষ’মতায় এসে মালয় ভাবমূর্তি ক্ষু’ণ্ণ করেছিল তাদের সাথে কোনো আ’পোষ করবো না।

দুই বছর প্রধানমন্ত্রী থাকার পর দেশটির রাজার কাছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির। তবে তার প’দত্যাগের ঘোষণা প্র’ত্যাখান করেছে তার দল বারসাতু। দলের ঊর্ধ্তন নেতাদের কারণে তিনি প’দত্যাগ করেন বলে গু’ঞ্জন রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে