বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:১৩:১৯

পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দিল্লি পরিস্থিতি!

পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দিল্লি পরিস্থিতি!

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দিল্লি পরিস্থিতি! নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় অ'গ্নিগ'র্ভ হয়ে উঠেছে ভারতের দিল্লি। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহ'তের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। উত্তর-পূর্ব দিল্লির প'রিস্থিতি ক্রমেই পুলিশের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। দিল্লিতে মৃ'তের সংখ্যাও বাড়ছে। এই প'রিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার আর্জি পেশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

জানা গেছে, মঙ্গলবার রাত পর্যন্ত দিল্লিতে এক হেড কনস্টেবল এবং ১২ জন সাধারণ নাগরিকসহ নিহ'তের সংখ্যা ছিল ১৩। বুধবার সকালে তা দাঁড়িয়েছে ১৮-তে। এদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে মা'রা গিয়েছেন। এখনও ৭০ জনের শরীরে গু'লির চিহ্ন রয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এরকম বৈরী পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে অতিরিক্ত বাহিনী মোতায়েন করার আর্জি পেশ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই সংঘ'র্ষের মধ্যে দিল্লির সর্বাধিক ক্ষ'তিগ্রস্ত অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্পেশাল সেল, ক্রাইম ব্রাঞ্চ এবং অর্থনৈতিক অপরাধ শাখার (ইডাব্লু) পক্ষ থেকে প্রায় ৩৫ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এতেও গতরাতে সংঘ'র্ষ ঠেকানো যায়নি। বুধবার সকালেই আরও ৪ জনের মৃ'ত্যুর খবর আসে। এই অবস্থায় আরও বাহিনীর দাবি জানালেন কেজরিওয়াল।

শনিবার রাতে শুরু হওয়া অশান্তির আ'গুন এখনও জ্ব'লছে দিল্লিতে। বরং, সময়ের সঙ্গে সঙ্গে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসার আ'গুন আরও জ্ব'লে উঠছে। এদিকে অশান্ত এলাকায় খবর সংগ্রহে গিয়ে বি'ক্ষো'ভকারীদের রোষানলে পড়েছেন সাংবাদিকরাও। জানা যায়, মঙ্গলবার এক সাংবাদিককে লক্ষ্য করে গু'লি ছোঁ'ড়া হয়। আহ'ত অবস্থায় পরে সেই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়।

মূলত, দিল্লির মৌজপুর, বাবরপুর, কবিরনগর, পশ্চিম জ্যোতি নগর, গোকুলপুরীর গলিতে এই সংঘ'র্ষের ছবি নজ'রে পড়েছে। লোহার রড, লাঠি, ছোট ছোট টুকরো টুকরো করে ভা'ঙা ইটকে অ'স্ত্র হিসেবে ব্যবহার করছেন বি'ক্ষো'ভকারীরা। এদিকে, দু'ষ্কৃতিকারী দেখলেই গু'লি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ক্ষি'প্ত জনতাকে ভ'য় দেখাতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রকৃতপক্ষে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের মনে।
সূত্র : ওয়ান ইন্ডিয়া, দ্য হিন্দু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে