বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ০১:১১:১৬

‘আজ বা কাল করোনাভাই'রাস যুক্তরাষ্ট্রে ছ'ড়াবেই’

‘আজ বা কাল করোনাভাই'রাস যুক্তরাষ্ট্রে ছ'ড়াবেই’

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনাভাই'রাস ছ'ড়িয়ে পড়া একটি 'অ'নিবা'র্য' বি'ষয় হয়ে দাঁ'ড়িয়েছে। কাজেই সবাইকে এ বি'ষয়টি মে'নে নেয়ার জন্য প্র'স্তু'ত থাকতে হবে। মার্কিন স্বা'স্থ্যবিভাগের কর্মকর্তারা দেশটির জনগণকে স'ত'র্ক করে দিয়ে এ কথা বলেছেন। 

মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনাভাই'রাস আ'সবে নাকি আ'সবে না সেটি এখন গু'রু'ত্বপূর্ণ বিষয় নয় বরং এটি কখন আ'সবে সেটিই মূ'ল প্র'শ্ন। আজ বা কাল করোনাভাই'রাস যুক্তরাষ্ট্রে আ'সবেই।

মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এমন সময় এ হুঁ'শি'য়ারি দিলেন যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৩ জনের করোনাভাই'রাসে আ'ক্রা'ন্ত হওয়ার খব'র পা'ওয়া গেছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শ্বা'সক'ষ্টজ'নি'ত রো'গের জাতীয় কেন্দ্রের পরিচালক ন্যান্সি মেসোনিয়ার  টেলি কন'ফারে'ন্সের মাধ্যমে সাংবাদিকদের বলেন, করোনাভাই'রাসের মা'রা'ত্ম'ক প্রা'দুর্ভা'ব সম্প'র্কে মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের য'থে'ষ্ট ধা'রনা নেই। তিনি জনগণকে তাদের স্বা'ভাবিক জী'বনযা'ত্রা ব্যা'হ'ত হওয়ার ব্যা'পারে আগা'ম মা'নসি'ক প্রস্তু'ত নিয়ে রা'খার আহ্বা'ন জানান।

ট্রাম্পের প্রশাসন করোনাভাই'রাস মো'কাবি'লার জন্য এরইমধ্যে কংগ্রেসের কাছে ২৫০ কোটি ডলারের বা'জে'ট চে'য়েছে। এই অর্থ থেকে ১০ লাখ ডলার খরচ করা হবে করোনাভাই'রাসের টি'কা তৈ'রির কাজে।হোয়াইট হাউজের বাজে'টের এই আবেদ'নের ব্যা'পারে কংগ্রেসের নি'ম্নক'ক্ষ প্রতিনি'ধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, করোনাভাই'রাস মো'কা'বিলায় প'দক্ষে'প নিতে ট্রাম্প প্রশা'সন অনেক দে'রি করে ফে'লে'ছে। এছাড়া, তিনি এ কাজে ২৫০ কোটি ডলারকে ‘অপ'র্যা'প্ত’ বলেও উল্লে'খ করেছেন।

তবে, যুক্তরাষ্ট্রে করোনাভাই'রাস প'রিস্থি'তি 'স'ম্পূ'র্ণ নি'য়ন্ত্র'ণে' র'য়েছে বলে দা'বি করেছেন ডোনাল্ড ট্রাম্প।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে