বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:৪০:০৯

দিল্লির ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্র'তিবাদ করার আহ্বান জানালেন ইমরান খান

দিল্লির ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্র'তিবাদ করার আহ্বান জানালেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মুসলিমবিরোধী স’হিং'সতা নতুন কিছু নয়। অনেকদিন ধ'রেই চলছে। এবার সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে দিল্লির উত্তরপূর্বের মৌজপুরে ব্যা'পক সং’ঘ'র্ষ হয়েছে।

এদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে যে মুসলিম-বিরোধী স’হিংসতা চলছে তার বি'রুদ্ধে প্র'তিবাদ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

টুইটার বার্তায় তিনি বলেন, নাৎসিবাদী আদর্শ দ্বারা উৎসাহিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ১০০ কোটিরও বেশি জনসংখ্যা অধ্যুষিত প’রমাণু শক্তিধ'র দেশের ক্ষ'মতা দ'খল করেছে।

ইমরান খান বলেন, গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি ভারতে এ ধরনের দ'ফায় দ'ফায় সহিং'স'তার পূ'র্বাভাস দিয়েছিলেন এবং ভারতের সংখ্যাল'ঘু সম্প্রদায়ের অবস্থা আরও খারাপ হবে বলে ইমরান খান মন্তব্য করেন।

পাক প্রধানমন্ত্রী তার টুইটার পোস্টে বলেন, ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর দিয়ে শুরু হয়েছে। এবার ভারতের ২০ কোটি মুসলমানকে লক্ষ্যব'স্তুতে পরিণত করা হলো। এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের এ বিষয়ে কিছু করা উচিত।

টুইট বার্তায় ইমরান খান সতর্ক করে বলেন, পাকিস্তানেও সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। তারা পাকিস্তানে সমান অ'ধিকার নিয়ে বসবাস করবে। কেউ যদি তাদের ওপর কিংবা তাদের উপসানালয়ের ওপর হা’মলা করে তাহলে দা'য়ী ব্যক্তিদের বিরুদ্ধে ক'ঠোর ব্যবস্থা নেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে