বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ০২:৩৪:৩৫

দিল্লির মসজিদে ঢু'কেই নামাজরত ইমামকে গু’লি, স্কুল-মাদ্রাসায় আ'গুন

দিল্লির মসজিদে ঢু'কেই নামাজরত ইমামকে গু’লি, স্কুল-মাদ্রাসায় আ'গুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির মুস্তাফাবাদের ব্রিজপুরি এলাকায় মসজিদ থেকে শু'রু করে মাদ্রাসা, স্কুল ও বিভিন্ন স্থা'পনায় হা’মলা চা'লানো হয়েছে। মসজিদে ঢু'কে নামাজরত মুসল্লিদের গু’লি চা'লানো এবং র'ড দিয়ে বে'ধড়'কভাবে পে'টানোর ঘট'নাও ঘটেছে। এছাড়া অ'গ্নিসং'যোগ ও ভাং'চুর চা'লানো হয়েছে বলে অ'ভি'যোগ করছেন এলাকাবাসী।

এ সময় সেখানকার অরুণ মডার্ন পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভাং’চুর চা'লানো হয়েছে। ওই স্কুলের শিক্ষক কাসিম জাহিদ বলেন, ‘মঙ্গলবার বিকেল ৪টার পর স্কুলে একদল দু’র্বৃ'ত্ত হা’মলা চা'লায়। হা’মলা চা'লিয়ে স্কুলের আসবাবপত্র এবং কম্পিউটার ভে'ঙে ফে'লা হয়েছে। এছাড়া পু'ড়িয়ে ফে'লা হয়েছে কয়েকটি গাড়ি।’

জানা গেছে, ওই স্কুলে সাত শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে হিন্দু ও মুসলমান স'ম্প্রদা'য়ের শিক্ষার্থীর সংখ্যা বেশি। স্কুলটির পেছনেই রয়েছে মসজিদ। বিকেলে স্কুলে হা’মলা চা'লানোর পর সন্ধ্যার দিকে পুলিশ ঘট'নাস্থ'লে যায়।

এখনও সং’ঘর্ষ থামেনি। বেশ কয়েকটি ভবনে ভাং’চুর চা'লিয়ে আ'গুন ধ'রিয়ে দেয় উ'গ্র হিন্দু'ত্ববা'দীরা। এরপর এশার নামাজের আজান হয়। রাত ৮টায় পাশের মসজিদে নামাজ শু'রু হলে সেখানে ঢু'কে র'ড দিয়ে মুসল্লিদের পে'টা'তে শু'রু করে দু’র্বৃ’ত্তরা। সেই সঙ্গে গু’লি চা'লিয়ে দেয় মুসল্লিদের।

এ সময় ১২ থেকে ১৫ জন মুসল্লিদের পে'টা'নো হয় এবং ইমামকেও গু’লি করা হয়। গু’লিবি'দ্ধ অব'স্থা'য় ইমাম এখন হাসপাতালে চিকি'ৎসা নিচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে