বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:১২:০৩

ঘরবাড়ি পু'ড়ি'য়ে দেওয়া মুসলিমদের আ'শ্র'য় দিল হিন্দু পরিবার

ঘরবাড়ি পু'ড়ি'য়ে দেওয়া মুসলিমদের আ'শ্র'য় দিল হিন্দু পরিবার

আন্তর্জাতিক ডেস্ক: তাদের ঘরবাড়ি পু'ড়ি'য়ে দেওয়া হয়েছে, জীবিকা নি'র্বাহের অ'বল'ম্বন দোকানঘরও পু'ড়ি'য়ে ফে'লা হয়েছে। কিন্তু বে'কা'য়দা'য় পড়া ৪০ জন মুসলমানকে আ'শ্র'য় দিয়েছে হিন্দুরা। দিল্লির অশোকনগর এলাকায় ওই ঘ'ট'না ঘটেছে।

মঙ্গলবার যখন তাদের বাড়িঘর ও দোকান পু'ড়ি'য়ে দেওয়া হচ্ছিল, তখন ভু'ক্তভো'গীদের নি'রাপ'ত্তা দিয়ে নিজেদের বাড়িতে আ'শ্র'য় দিয়েছে হিন্দুরা।

মঙ্গলবার দুপুরে কয়েকশ উ'গ্র হি'ন্দু'ত্ববাদী'রা অশোকনগর এলাকায় ঢু'কে পড়ে। তারা মুসলমানদের ঘরবাড়ি পু'ড়ি'য়ে দেয়। সেখানকার স্থানীয় মসজিদে ওই সময় অন্তত ২০ জন নামাজ পড়ছিলেন। তাদেরকে বে'ধ'ড়'ক পে'টা'নো হয়।

দা'ঙ্গাবা'জরা মসজিদে ভাং'চুর চা'লা'নোর পর আ'গুন ধ'রি'য়ে দেয়। স্থানীয়রা বলছেন, দা'ঙ্গাবা'জ'রা দেশীয় অ'স্ত্র নি'য়ে এসে'ছিল। তাদেরকে বারবার করে এসব করতে নি'ষে'ধ করা হলেও শো'নেনি। বেশিরভাগ যুবকের মু'খ কা'পড় দিয়ে ঢা'কা ছিল।

অশোক নগরের স্থানীয় বাসিন্দা রাজেশ খেত্রি বলেন, আমরা ব্যা'প'ক ভ'য় পে'য়েছি'লাম। মনে হ'চ্ছি'ল, আমাদের মে'রে ফে'লা হবে। এখানে মুসলমানদের ছয়টি বাড়ি রয়েছে। তারা সেগুলো ভে'ঙে আ'গুন ধ'রি'য়ে দিয়েছে। আমাদের চে'নে বলে কিছু বলেনি। 

তিনি আরো বলেন, আমি ২৫ বছর ধ'রে এখানে বাস করছি। হিন্দু-মুসলমান এক পরিবারের মতো থাকি।  পিন্টু নামে এক হিন্দু যুবক বলেন, আমি হিন্দু হলেও মুসলমানদের নি'র্যা'তন সম'র্থন ক'রি না। আমরা কখনোই মুসলমানদের কু-ন'জরে দেখি না। তাদের বি'পদে পাশে থাকার চে'ষ্টা করি।

নিরাজ কুমার বলেন, সহিং'সতা'র সময় আমরা বি'চ্ছি'ন্ন হয়ে যাইনি। মুসলমানদের সব রকম স'হায়'তা করেছি। তাদের দোকান ও ঘরবাড়ি পু'ড়ি'য়ে দিয়েছে। কিন্তু তাদেরকে আমরা বাড়িতে আ'শ্র'য় দিয়ে র'ক্ষা করেছি। দিনেশ কুমার বলেন, আমরা পুলিশকে জানিয়েছি। কিন্তু পুলিশ দে'রিতে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে