মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ০৭:১৭:২৩

করোনা ভাইরাস: হাসপাতাল থেকে পালিয়েও অবশেষে আইডিতে মহিলা

করোনা ভাইরাস: হাসপাতাল থেকে পালিয়েও অবশেষে আইডিতে মহিলা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাস আক্রা'ন্ত স'ন্দে'হে এক বৃদ্ধাকে আইডি হাসপাতালে ভর্তি করতে থানায় ছুটলেন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ! স্বাস্থ্য ভবনের চিকিৎসক-প্রশাসক জুটিও সেই কাজে নেমে পড়েন। প্রথমে ধ'রা না দিলেও পরে ভর্তি হন সৌদি ফেরত ওই বৃদ্ধা।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের বেনিয়াপুকুর থানা এলাকার ওই বাসিন্দা রবিবার ভোরে শেক্সপিয়র থানা এলাকার অন্তর্গত পার্ক ক্লিনিকে পরিবারের সঙ্গে যান। তার নাক দিয়ে জল গড়াতে থাকলেও জ্ব'র বা শ্বা'সক'ষ্টের মতো করোনা-উপসর্গ ছিল না। প্রথমে বৃদ্ধাকে হাসপাতালের দোতলায় 'অবজারভেশন ওয়ার্ডে' ভর্তি করা হয়। 

ঘণ্টা দুয়েক পরে চিকিৎসকেরা তাকে করোনা ভাইরাসে এ রাজ্যের নোডাল হাসপাতাল বেলেঘাটা আইডি-তে পাঠানোর সিদ্ধান্ত নেন। তা শুনে বৃদ্ধা হাসপাতাল থেকে পালিয়ে যান! বৃদ্ধার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আইডি-তে ভর্তি হবেন না। শেক্সপিয়র সরণি থানায় বেসরকারি হাসপাতালের চিকিৎসক-প্রশাসক সুদীপ চট্টোপাধ্যায় ঘটনার কথা জানান। খবর পেয়ে স্বাস্থ্য দফতরের কর্তারাও বৃদ্ধার খোঁ'জে নামেন।

আরও পড়ুন : জেনে নিন, শরীরের ভেতর কি ভাবে ঢুকে কোন কোন পথে আ'ক্রমণ চালায় করোনা?

পুলিশ ওই বৃদ্ধাকে বাড়ি থেকে আইডি হাসপাতালে নিয়ে যান। কিন্তু তিনি চিকিৎসকদের হাত-পা ধ'রে কান্নাকাটি করতে থাকেন। তার কাউন্সেলিংয়ের চেষ্টা করেও ব্য'র্থ হলে 'হোম কোয়রান্টিন' লিখে ছেড়ে দেওয়া হয়। পুলিশের সাহায্যে তাকে আই ডি-তে আনিয়েও কেন ভর্তি করা গেল না, তা নিয়ে প্রশ্ন উঠে যায়। বেলেঘাটা আই ডি হাসপাতালের অধ্যক্ষা অণিমা হালদারের দাবি, চিকিৎসার আইন অনুযায়ী, কাউকে জোর করে ভর্তি করা যায় না।

এর মধ্যেই দ্বিতীয় দফায় ওই বৃদ্ধার খোঁ'জে নেমে পড়ে পুলিশ এবং চিকিৎসকের দল। দু'ঘণ্টা পরে তাকে ভর্তি করাও সম্ভব হয়। ততক্ষণে অবশ্য বিত'র্কের জল অনেক দূর গড়িয়েছে। স্বাস্থ্য দফতরের এক কর্মকর্তা জানান, কেন এমন হল, আই ডি কর্তৃপক্ষের কাছে তার ব্যাখ্যা তলব করা হয়েছে। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে