বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ০১:৫৪:৩৮

৭.৫ মাত্রার ভ'য়াবহ ভূমিকম্প আ'ঘা'ত হা'নলো কুরিল দ্বীপে

৭.৫ মাত্রার ভ'য়াবহ ভূমিকম্প আ'ঘা'ত হা'নলো কুরিল দ্বীপে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কুরিল দ্বীপ ভ'য়াবহ ভূমিকম্প আ'ঘা'ত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগের পক্ষ থেকে আজ বুধবার এই তথ্য দেয়া হয়েছে। ভ'য়াবহ ভূমিকম্প আ'ঘা'ত হা'নলেও সেখানে সুনামির কোনো ঝুঁ'কি দেখা দেয়নি।

জাপানের সাপোরো শহর থেকে ১,৪০০ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘা'ত হা'নে। ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের ৫৯ কিলোমিটার গভীরে ভূমিকম্প আ'ঘা'ত হা'নে। এতে কী ধরনের ক্ষ'য়-ক্ষ'তি হয়েছে তাও জানা যায়নি। প্রশান্ত মহাসাগরীয় সুনা'মি কেন্দ্র বলেছে, ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরে সামান্য আকারের ঢেউ সৃষ্টি হয় তবে তা বড় কোনো সুনামির ঝুঁ'কি তৈরি করেনি। 

অবশ্য, সংস্থাটি আগে সত'র্ক করেছিল যে, এই ভূমিকম্পের কারণে সুনামি দেখা দিতে পারে। কুরিল দ্বীপ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে দ্ব'ন্দ্ব রয়েছে। জাপান মনে করে এটি তার উত্তরাঞ্চলীয় ভূখণ্ড। রাশিয়ার পূর্ব উপকূলের কাছে অবস্থিত ৫৬টি ছোট-বড় আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জ। এটি ওখট্‌স্ক সাগরকে প্রশান্ত মহাসাগর থেকে পৃথক করেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে