বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ০৪:০৩:১৬

করোনা ঠে'কানোর গুজবে কান দিয়ে প্রাণ হারালেন ৫৯ জন

করোনা ঠে'কানোর গুজবে কান দিয়ে প্রাণ হারালেন ৫৯ জন

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বে করোনা ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ করোনায় আ'ক্রা'ন্ত হয়েছেন। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহা'নির সংখ্যাও। মা'রণ ভাইরাস করোনার কোনো প্রতিষে'ধক না থাকায় মা'রা যাচ্ছেন মানুষ। এমন অবস্থায় করোনা রুখতে চারদিকে ছড়িয়ে পড়ছে নানা ধরনের গুজব। করোনা ঠেকানোর গুজবে কান দিয়ে প্রাণ হারিয়েছেন ৫৯ জন মানুষ। 

কেনিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, করোনা ঠেকাতে এক চার্চের পাস্তুর তার অনুসারীদের ডেটল খাওয়ার পরামর্শ দেন। ওই চার্চের পাস্তুরের কথা শোনে কেনিয়ার ৬৩ জন মানুষ ডেটল খান। কিন্তু করোনা ঠে'কানোর বদলে উল্টা প্রাণ হা'রালেন ৫৯ জন। আর চারজন বেঁচে আছেন। তবে তাদের অবস্থাও আশ'ঙ্কাজনক।

এই সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকেই ছড়িয়ে পড়েছে চারদিকে। অনেকেই করোনার ঠে'কানোর এরকম প্রাণহা'নিকর পরামর্শ এড়িয়ে চলার জন্য বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ধরনের গু'জবে কান না দেওয়ার জন্য বার বার বলছে। কিন্তু মানুষ এই কাজগুলো করেই যাচ্ছে। তবে এই নিউজর সত্যতা যাচাই করা যায়নি। অনেকেই বলছেন, এই নিউজটি ‘ফেইক নিউজ’।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে