বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ০৫:৩৩:০৭

লকডাউন ভে'ঙে মাছ ধ'রতে গিয়ে পানিতে নামার পর খেয়ে ফেলেছে কুমির

লকডাউন ভে'ঙে মাছ ধ'রতে গিয়ে পানিতে নামার পর খেয়ে ফেলেছে কুমির

আন্তর্জাতিক ডেস্ক : রুয়ান্ডায় করোনাভাইরাস সং'ক্র'মণ রো'ধ করতে আরো'প করা লকডাউন অমা'ন্য করে মাছ ধ'রতে গিয়ে কুমিরের গ্রা'সে পরি'ণত হয়েছেন এক ব্যক্তি।নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি পানিতে নামার পর খে'য়ে ফেলেছে কুমির।

দক্ষিণাঞ্চলীয় কামোনী জেলার মেয়র আলিস কেইটসি বলেন, ‘ঘরে থাকতে’ দেয়া সরকারের নির্দেশ ল'ঙ্ঘ'ন করেছেন ওই ব্যক্তি। ভাইরাস সং'ক্র'মণ রো'ধে সহযোগিতা না করা খুবই কম সংখ্যক লোকদের মধ্যে তিনি একজন।খবরে বলা হয়, বুধবার নায়বারোঙ্গো নদীতে অজ্ঞা'ত এক ব্যক্তিকে হা'মলা করে হ'ত্যা করেছে কুমির।

এক কোটি ১০ লাখ লোকের আফ্রিকার সবচেয়ে ছোট্ট দেশটিতে এখন পর্যন্ত ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনা'ক্ত হয়েছে। অঞ্চলটিতে এটিই সবচেয়ে বেশি সং'ক্র'মণের ঘ'টনা।কোভিড-১০ রোগের প্রা'দুর্ভা'ব বা'ড়তে থাকায় দেশটিতে অচ'লাবস্থা জা'রি করা হয়েছে। আর লকডাউন নিয়ে বিত'র্কে জ'ড়িয়ে পড়ায় দক্ষিণাঞ্চলীয় জেলা নায়াঞ্জাতে সোমবার গু'লি করে দুই ব্যক্তিকে হ'ত্যা করে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে