বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ০৭:২১:১১

আড্ডায় বাধা দেয়ায় পুলিশের সঙ্গে তর্ক, গ্রেফতার কাউন্সিলর

আড্ডায় বাধা দেয়ায় পুলিশের সঙ্গে তর্ক, গ্রেফতার কাউন্সিলর

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি নিষে'ধা'জ্ঞায় গা করেননি ভারতের পশ্চিমবঙ্গের শা'সকদল তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর। করোনা পরি'স্থিতিতে লকডাউনের মধ্যেও রোজকার মতোই মিষ্টির দোকা‌নে আড্ডা জমিয়েছিলেন। নিষে'ধ করেছিল পুলিশ। তাতে বে'জায় চটে যান তিনি। 

পুলিশের সঙ্গে ত'র্ক এবং সরকারি কাজে বাধা দেওয়ার অ'ভিযোগে শেষ পর্যন্ত সোমবার রাতে তন্ময় দেব নামে পশ্চিমবঙ্গের হুগলির কোন্নগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। ওই ওয়ার্ডেরই মনসাতলা থেকে তাকে ধ'রা হয়। মঙ্গলবার সকালে ওই নেতা থানা থেকে ব্যক্তিগত বন্ডে জামিন পেলেও গোটা ঘটনায় অস্ব'স্তিতে পড়েছেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 

চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর বলেন, ''পুলিশ বার বার জমায়েতে নিষে'ধ করছে। এরপরও যারা উপেক্ষা করছেন তাদের গ্রেফতার করে প্রতিটি ক্ষেত্রে পুলিশ মামলা করছে। পরি'স্থিতি যা, তাতে কঠো'র হওয়া ছাড়া কোনও রাস্তা খোলা নেই।'' এক বছর আগে কোন্নগরেরই নবগ্রামের একটি কলেজে এক শিক্ষককে হে'নস্থার ঘটনাতেও ওই কাউন্সিলরের নাম জড়িয়েছিল। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কানেও পৌঁছায়। 

মুখ্যমন্ত্রী সরাসরি ওই শিক্ষককে ফোন করে দুঃখপ্রকাশ করেন। এ বার আপৎকালী‌ন পরি'স্থিতিতেও বিত'র্কে জড়ালেন ওই তৃণমূল কাউন্সিলর। করোনা ভাই'রাস মো'কাবিলায় সোমবার বিকেল থেকে 'লকডাউন' চলছে। অপ্রয়োজনে মানুষ যাতে বাড়ির বাইরে না থাকেন, তা নি'শ্চিত করতে পথে নামে পুলিশ। চন্দননগর কমিশনারেট সূত্রের খবর, কোন্নগরেও টহল দিচ্ছিল পুলিশ। রাত ১০টা নাগাদ মনসাতলার বেশ কিছু দোকান পুলিশ বন্ধ করে দেয়। তার মধ্যে একটি মিষ্টির দোকানও ছিল। 

আধ ঘণ্টা পরে পুলিশকর্মীরা ফিরে এসে দেখেন, ওই মিষ্টির দোকানটি ফের খুলেছে। সেখানে রীতিমতো আড্ডা জমেছে। পুলিশ ফের ওই দোকান ব'ন্ধের জন্য বলে। অ'ভিযো'গ, সেই সময় আড্ডার 'মধ্যমণি'  তন্ময় পুলিশের সঙ্গে বচসা জুড়ে দেন। পুলিশের কাজে বা'ধা দেওয়া হয় বলে অভিযোগ। এর পরেই তন্ময়কে ধ'রে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। রাতভর ফাঁড়িতেই ছিলেন তিনি। সকালে সেখান থেকে জামিন পান। তার বি'রু'দ্ধে ওঠা অভিযো'গকে অবশ্য তন্ময় আমল দেননি। 

মঙ্গলবার এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, ''এমন কিছুই ঘটেনি। আমাকে পুলিশ কোথাও নিয়েও যায়নি।'' কিন্তু তার দল যে বিষয়টি ভাল ভাবে নিচ্ছে না তা নেতৃত্বের কথাতেই স্পষ্ট। কোন্নগরের পুরপ্রধান বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় বলেন, ''এখন জরু'রি পরি'স্থিতি চলছে। আমরা মানুষকে বুঝিয়ে ঘরে ঢোকানোর কাজ করছি। পুলিশ দিনরাত রাস্তায় নেমে কাজ করছে। ওই কাউন্সিলরের আচরণ সমর্থনযোগ্য নয়। দলও ওর এই কাজ সর্মথন করে না।'' 

জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, ''ওই কাউন্সিলর মাঝেমধ্যে এমন কাজ করছেন, যাতে দল বিব্রত হচ্ছে। জনমানসে দলের সম্পর্কে বিরুদ্ধ বার্তা যাচ্ছে। পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমি এ নিয়ে দলের রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠাব।''

চন্দননগর কমিশনারেটের এক কর্মকর্তা জানিয়েছেন, শুধু ওই কাউন্সিলর নন, বিভিন্ন ঘটনার পুলিশের নিষেধ উপেক্ষা করে বাইরে বের হওয়ার অ'ভিযো'গে উত্তরপাড়া থানা এলাকায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ২২ জনকে গ্রে'ফতার করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে